Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারাদেশে দুর্ভিক্ষের ছায়া নেমে এসেছে: রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মে, ২০২০, ১০:৪৬ এএম

সারাদেশে দুর্ভিক্ষের ছায়া নেমে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা দিন আনে দিন খায়, গরিব, অসহায় মানুষ, কর্মহীন মানুষ অনেক কষ্টে আছেন। অথচ জনগণের টাকায় কেনা ত্রাণ চেয়ারম্যান মেম্বার ও আওয়ামী লীগের নেতারা চুরি করছে ‌। আত্মসাৎ করছে। কি অদ্ভুত ব্যাপার। মানুষ মরছে, হাহাকার করছে কাজে যেতে পারছে না আর সরকারের লোকেরা ত্রাণ চুরি করছে।
আজ রোববার সকালে ময়মনসিংহের পাইথোলিন ইউনিয়নে জেলা বিএনপি´র যুগ্ম আহ্বায়ক ডাক্তার মোফাখখারুল ইসলাম রানার উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ লাখ লোককে ১ হাজার২৫৭ কোটি টাকা দেবেন। আমরা এখন খবর দেখছি সরকারের লোকেরা প্রতি জনের কাছ থেকে ৫০০ টাকা রেখে দুই হাজার টাকা দিচ্ছে।আবার যারা তালিকা করছেন তাদের নিজস্ব লোক আত্মীয়-স্বজনদের নাম তালিকায় তালিকায় দিচ্ছেন। গরিব মানুষের নাম তালিকা থাকে না। তালিকা এমন ভাবে করেন যেন প্রতিষ্ঠানের মালিকের নাম আছে কর্মচারীর নাম নেই। এটা কোন কাজ হতে পারে।তাহলে কোন পরিস্থিতি বিরাজ করছে একবার চিন্তা করুন। এটা তো জনগণের টাকা। সরকার কিংবা আওয়ামী লীগের টাকা নয়।মহাদুর্যোগের মধ্যেও গরিব অসহায় মানুষের টাকা আত্মসাৎ করা হলে তাহলে তারা কোথায় যাবে। তারা তো না খেয়ে মারা পড়বে।
তিনি বলেন, বাংলাদেশসহ দুইটি দশটি দেশে দুর্যোগ চলছে। চীনে জানুয়ারি মাসে করোনা মহামারী শুরু হয়। তখন থেকে আমাদের দেশে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল। বাংলাদেশ সরকার সে পদক্ষেপ নেয়নি। অন্যান্য অনেক দেশ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ায় তারা ভালো আছে। আর বাংলাদেশ পদক্ষেপ না নেওয়ায় প্রতিদিন এক হাজারের বেশি লোক আক্রান্ত হচ্ছে। প্রতিদিন ১৫ থেকে ২০ জন লোক মারা যাচ্ছে। সরকার করনা নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
ত্রাণ বিতরণের সময় রুহুল কবির রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীরা পকেটের টাকা দিয়ে সারাদেশে অসহায় গরীব মানুষকে প্রাণ দিচ্ছে। আমরা এমনিতেই বিপদে আছি। আমাদের রাস্তা দেখলি গ্রেপ্তার করা হয়। গুম করে নিয়ে যায়।এই অবস্থার মধ্যেও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যতই বিপদ আসুক অসহায় মানুষদের পাশে থাকতে হবে। এজন্য আমরা সারাদেশে সর্বদা মানুষের পাশে আছি এবং থাকব।



 

Show all comments
  • শওকত আকবর ১৭ মে, ২০২০, ১২:৩২ পিএম says : 0
    রুহুল কবির রেজভি সাহেব সালাম জানাই।দীর্ঘ দিন ধরে রাজনীতিতে আছেন।আপনাদের দলে অনেক নেতা আছেন,তাদের অনেক নেতাকে ত্রান নিয়ে মাঠে দেখছিনা কেন?দেশের এই ভয়াবহ দুরাবস্থায় তারা কেনো এগিয়ে আসেননা।আমি কি পেলাম এটা তো বড় কথা না,আমি কি দিলাম!নাই-ইবা হলেন এম পি,নাই-ইবা হলেন মন্ত্রী, তাদের যদি একটা বৃবিতি ও জনগনের উপকারে আসে, একটা টাকা ও যদি অসহয় মানুষের কাজে আশে তবেইতো রাজনীতি সফল।এই মানষিকতা থাকতে হবে।
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ১৭ মে, ২০২০, ৯:৫৪ পিএম says : 0
    আমাদের বিগ-মাউথ যদিও মিথ্যার আশ্রয় নিয়ে সরকারের গুষ্টি উদ্ধার করছে তারপরও দেশের জনগণের পাশে দাঁড়ানোর প্রচেষ্টায় রয়েছেন এটা অবশ্যই প্রশংসার দাবীদার। তিনি বহুদিন ধরে উপরে উঠার জন্যে প্রচুর চেস্টা করেও উঠতে পারছিলেন না তাঁর মিথ্যা ভাষন, রাজনৈতিক জ্ঞান ও রাজনৈতিক দূরদর্শিতার কারনে। কিন্তু এবার শারীরিক পরিশ্রমের সুযোগে তিনি নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হচ্ছেন বলে নিন্দুকেরা অভিমত প্রকাশ করছেন। এখন দেখার বিষয় দলের মহাসচিব তাঁর সাথে এখন পাল্লা দিয়ে কতটুকু এগিয়ে যেতে পারেন...... আল্লাহ্‌ আমাদের দেশে বিরোধী দলীয় নেতাদেরকে সত্য বলা ও সততার সাথে চলার ক্ষমতা দান করুন। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ