Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪ ঘণ্টায় মৃত্যু ১৬ নতুন শনাক্ত ৯৩০

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মে, ২০২০, ১২:০২ এএম

বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা প্রতিদিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যুতে করোনায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেল। গতকাল শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা ৩১৪ জন। এছাড়া শনাক্তের নতুন তালিকায় যুক্ত হয়েছেন আরও ৯৩০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২১ হাজার (২০ হাজার ৯৯৫ জন)। তবে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৫ জন।

গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে করোনাভাইরাস সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

দেশের করোনা পরিস্থিতির ২৪ ঘণ্টার চিত্র তুলে ধরে অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ঢাকা ও ঢাকার বাইরের ল্যাবে মোট নমুনা সংগ্রহ করা হয়েছিল ৬ হাজার ৫০১টি। এর মধ্যে ৬ হাজার ৭৮২টি পরীক্ষা করে ৯৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৯৯৫ জনে।
তিনি জানান, গত কয়েকদিন ৪১টি ল্যাবের পরীক্ষার তথ্য জানালেও গতকাল ৩৩টি ল্যাবের তথ্য জানানো হয়েছে। আটটি ল্যাবের তথ্য ব্রিফিং করার সময় পর্যন্ত হাতে আসেনি।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এই সময়ে মৃত্যুবরণ করেছেন ১৬ জন। এরা সবাই পুরুষ। এদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন মারা গেছেন, যার সাতজনই ঢাকা সিটি কর্পোরেশনের বাসিন্দা। চট্টগ্রাম বিভাগে ২ জন ও রংপুর বিভাগে ২ জন করোনায় মারা যান। এদের বয়স বিবেচনায় ৭১-৮০ বছরে মধ্যে ১ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৩ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৫ জন এবং ৩১-৪০ বছরের মধ্যে ১ জন। তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন ২৩৫ জন। এ নিয়ে মোট ৪ হাজার ১১৭ জন সুস্থ হয়েছেন।

অনলাইন সংবাদ সম্মেলনে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়ে অধ্যাপক নাসিমা বলেন, তরল খাবার, কুসুম গরম পানি ও আদা চা পান করবেন নিয়মিত। সম্ভব হলে মৌসুমী ফল খাবেন ও ফুসফুসের ব্যায়াম করবেন। তিনি ধূমপান ত্যাগ করার পরামর্শ দিয়ে বলেন, এটি ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়।

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে প্রাণঘাতী ভাইরাস করোনা। অদৃশ্য এই ভাইরাস বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে প্রাদুর্ভাব ঘটে কিছুটা বিলম্বে। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় গত ৮ মার্চ। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানিয়েছিল আইইডিসিআর। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। তবে মে মাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ব্যাপকহারে বাড়তে শুরু করে।

দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন সারাদেশে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-আদালত অফিস। ৭ দফায় বাড়ানো সেই ছুটি ৩০ মে পর্যন্ত অব্যাহত থাকবে। স্কুল-কলেজ-মাদরাসা-বিশ্ববিদ্যালয় ছুটি দেয়া হয় আগেই।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও মৃতদের পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার তথ্যানুযায়ী গতকাল সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৮ হাজার ৬৪৫ জন। আর আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ২৮ হাজার ৩৫৬ জন। অপরদিকে ১৭ লাখ ৫৮ হাজার ৩৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বেশি পরীক্ষা শুরু হওয়ার পর অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা কম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ