Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেই সামাজিক দূরত্ব

ফুটপাথ থেকে বিপণিবিতান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মে, ২০২০, ১২:০২ এএম

কি বিপণিবিতান বা ফুটপাত। কোথাও নেই সামাজিক দূরত্বের কোনো বালাই। সবখানেই উপেক্ষা করা হচ্ছে স্বাস্থ্যবিধি। করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় ঈদ উপলক্ষে রাজধানী খুলে দেয়া মার্কেট-বিপণিবিতানগুলোতে ক্রেতা বিক্রেতার মধ্যে রক্ষা করা হচ্ছে না সামাজিক দূরত্ব। পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বিভিন্ন মার্কেটে।
দেদারছে চলছে ঈদের বেচাকেনা। ক্রেতা বিক্রেতা কারোই সামাজিক দূরত্বের ব্যাপারে ভ্রæক্ষেপ নেই। গতকাল রাজধানীর কয়েকটি কাপড়ের মার্কেট ও শপিংমল ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। বিভিন্ন মার্কেট দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।

রাজধানীতে খুলে দেয়া মার্কেটের বিভিন্ন দোকানের সামনে সাবান, পানি ও হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে। মাইকে ঘোষণা দিয়ে ক্রেতাদের হাত ধৌত করে ভিতরে প্রবেশ করতে বলা হচ্ছে। কোথাও কোথাও জীবানুমুক্তরণ ট্যানেল নির্মাণ করা হয়েছে। কোনোটাই কাজে আসছে না।

যেখানে শিশুসহ বয়স্কদের বাজার ও জনসমাগমে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল; সেখানে ক্রেতারা শিশুসন্তান ও বয়স্কদের নিয়ে মার্কেটে প্রবেশ করছেন। এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। মার্কেটে প্রবেশ ও বের হওয়ার আলাদাভাবে একমুখী রাস্তা নির্ধারণ করা হলেও ক্রেতারা তাও মানছেন না। পরিবার পরিজন নিয়ে যে যার মতো করে মার্কেটে আসছেন। দোকানো দোকানে ঘোরাঘুরি করে কাপড় দেখছেন ক্রয় করছেন। বিক্রেতাদের কেউ কেউ ক্রেতাদের হ্যান্ডওয়াশ দিলেও সামাজিক দূরত্ব কেউ রক্ষা করছেন না।

এদিকে রাজধানীর বিভিন্ন ফুটপাতের হকার মার্কেটগুলোতেও একই চিত্র দেখা যায়। এসব ফুটপাতে ধুমছে চলছে ঈদের কেনাকাটা। দোকানে দোকানে ভিড় করছেন মানুষ। গতকাল সকাল ১১টায় রাজধানীর জুরাইন রেল গেইট সংলগ্ন হকার মার্কেটে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। তৈরী পোশাক থেকে কসমেটিকস পণ্য সাজিয়ে বসেছেন দোকানিরা। আর প্রতিটি দোকানেই মহিলারা যেন হুমড়ি খেয়ে পড়েছে। বাজারের সব দোকানেই একই চিত্র। বাজারের চিত্র দেখে বুঝা মুশকিল যে দেশে করোনাভাইরাস নামে ভয়াবহ কোন সংক্রমণ ব্যাধি আছে। এখানে সামাজিক দুরত্ব বজায় রাখার কোন দৃশ্যই দেখা যায়নি।

সচেতন মহলের লোকজন বলছেন, এমনিতেই ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত বেশি; তারপর মার্কেট দোকানে সামাজিক দূরত্ব না মানায় সামনে করোনা আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। এখনি যদি করোনা মোকাবিলায় নতুন করে কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয়, লকডাউন কঠোরভাবে পালন করা না হয়; তাহলে ঘরে ঘরে বাড়বে স্বাস্থ্যঝুঁকি।

সরেজমিন ঘুরে, প্রতিদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর পাড়া মহল্লার অলিগলি সরগরম হয়ে ওঠছে। পাড়ার দোকানপাট ও শপিংমলে মানুষ আসছে ঈদের কেনাকাটা করতে। মার্কেটে জনস্রোতের চিত্র দেখলে মনে হবে, দেশে কোনো করোনাভাইরাসের ভয় নেই। মানুষ যেভাবে গাদাগাদি করে কেনাকাটা করছেন, তাতে কারো মধ্যে করোনার কোনো চিন্তাই নেই।

এ সময় কাপড় ক্রয় করতে আসা একজন ক্রেতা বলেন, পরিবারের চাহিদা মতো কিছু কাপড় কিনতে এসেছি। তবে মার্কেটে প্রচুর লোকের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে তো করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাবে মনে হচ্ছে। রাজধানীর একাধিক মার্কেটে সরেজমিন ঘুরে দেখা গেল দোকান মালিকরা করোনা সংক্রমণ রোধে নানা পদক্ষেপের প্রতিশ্রুতি দিলেও কোনো দোকানেই ক্রেতা বিক্রেতা সামাজিক দূরত্ব মানছেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ