Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়া ভেড়ামারায় ভ্রাম্যমান আদালতে ৩ দোকানে জরিমানা

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া | প্রকাশের সময় : ১৬ মে, ২০২০, ৫:৫০ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মানুষকে করোনাভাইরাস থেকে মুক্ত রাখতে উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজালাল সাথে নিয়ে আজ সকালে ভেড়ামারা বাজার ও উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতে ৩ দোকানে সতের হাজার টাকা জরিমানা করেন।গোলাপনগর, বাহাদুরপুর, কুঁচিয়ামোড়া, জুনিয়াদহ, পরানখালী, ধরমপুর ও সাতবাড়িয়া বাজারে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ।

কয়েক জন দোকানদার সরকারি নির্দেশনা অমান্য করায় সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন,২০১৮, ২৫(১)(খ) ধারা ভঙ্গে (২) মোতাবেক কুঁচিয়ামোড়া বাজারের ১ টি দোকানকে ১৫,০০০(পনের হাজার) ও ধরমপুর ও সাতবাড়িয়া বাজারের ২ টি দোকানকে ১০০০ টাকা করে সর্বমোট ১৭০০০(সতের হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ।ভেড়ামারা বাজারে অভিযানে এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, দৈনিক হিসনা বাণী পত্রিকার সম্পাদক আরিফুজ্জামান লিপটন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান এ অভিযান চলমান থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ