Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় একজন করোনায় সেরে উঠতেই আরো ২ জন সনাক্ত

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মে, ২০২০, ৩:২৬ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় প্রথম করোনা রোগী সনাক্তের ঠিক এক মাসের মাথায় আরো দুইজন নতুন রোগী সনাক্ত হয়েছে। শুক্রবার (১৫ মে) রাতে চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাবে ২৫৫ নমুনা পরীক্ষায় ২৫টি পজেটিভ আসে। এর মধ্যে আনোয়ারার দুইজন রয়েছেন বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।
আনোয়ারা থানার অফিসার ইনচাজ দুলাল মাহমুদ বলেন, আক্রান্তদের একজন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার অফিসের অডিটর রুপন কান্তি (৩৩)। বাড়ি হাজীগাঁও এলাকায়। তাকে নিজবাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। অপরজন তৌফিকুর ইসলাম তৌফিক (৫০) বাড়ি বরুমছড়া গ্রামের ঠিকানা থাকলেও প্রকৃত বাড়ি বোয়ালখালী থাকেন আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর ঈদগা মাঠের পাশে^ আহমদ হোসেন কলোনীতে। স্থানীয় সূত্রে বরুমছড়া তার শশুর বাড়ি বলে জানা যায়।
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, শনিবার দুইজনের নমুনায় করোনা পজিটিভ আসে। তাদের ঠিকানার খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এর আগে ১৫ এপ্রিল উপজেলার ওষখাইন গ্রামে প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছিল। এরমধ্যে তিনি সেরে উঠেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ