পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সারাদেশের পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধসহ করোনায় আক্রান্ত পৌরকর্মীদের বিশেষ প্রণোদনার আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন (বাপস)।
করোনা মোকাবিলায় জরুরি নাগরিক সেবা সচল রাখার স্বার্থে দীর্ঘদিনের অভুক্ত পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধসহ করোনায় আক্রান্ত পৌরকর্মীদের বিশেষ প্রণোদনার আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হয়।
গতকাল শুক্রবার বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন (বাপস) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, করোনায় সাধারণ ছুটিকালীন সরকারেরর নির্দেশে জরুরি নাগরিক সেবা দিতে গিয়ে এ পর্যন্ত পৌরসভার পাঁচজন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে খন্ডকালীন কর্মরত এক পৌরকর্মী আইসোলেশনে থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। বাকি চারজনের গতকাল করোনা পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে বলে অ্যাসোসিয়েশনকে নিশ্চিত করেছেন আক্রান্তরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।