বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সরকারের সমন্বয়হীনতার কারণে করোনা পরিস্থিতির সঠিক তথ্য দেশের জনগন জানতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি´র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। তিনি আরো বলেন, করোনা পরিস্থিতি নিয়ে ওবায়দুল কাদের সাহেব বলছেন এক কথা, আরেক মন্ত্রী বলছেন অন্য কথা। যেমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেছেন গত ১০মে থেকে ১২১ জন মানুষ মারা গেছেন। এর মধ্যে করোনা পজিটিভ ১৮ জন। বাকি ১০৩ জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। এ বিষয়টি প্রমাণের দ্বায়িত্ব সরকারের। তাই সরকারের উচিত জনগনকে সঠিক তথ্য জানানো। যা হবে বিশ্বাসযোগ্য।
ডাঃ জাহিদ আরো বলেন, বর্তমানে দেশে দূর্যোগ পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় বিরোধী দলের পেছনে সরকার লেগে না থেকে, সব দলের অংশ গ্রহনে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে করোনা মোকাবেলায় কাজ করা।
শুক্রবার বিকেলে জেলা দক্ষিণ বিএনপি´র কার্যালয়ে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ এজেডএম জাহিদ হোসেন এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলগীর মাহমুদ আলম, হেলাল আহমেদ, আকতারুল আলম ফারুক, কায়কোবাদ মামুন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক লিটন আকন্দ, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি খন্দকার মাসুদুল হক, মহানগর যুবদল সভাপতি মোজাম্মেল হক টুটু, দক্ষিণ জেলা ছাত্রদল সভাপতি মাহাবুবুর রহমান রানা, মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।