Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মতলবে ভ্রাম্যমান আদালতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ৭:১৬ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদর বাজারসহ রিক্সা স্ট্যান্ড, ম্যাক্সি স্ট্যান্ড, পেন্নাই সড়কের মোড়, ভাঙ্গারপাড় পানির ট্যাংকির মোড়ে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালিত হয়েছ। গতকাল শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

জানা যায়, করোনা ভাইরাসের কারণে সারা দেশে চলছে লকডাউন। এছাড়া বিপণী বিতানসহ অধিকাংশ দোকান পাট (ফার্মেসী, মুদী দোকান, কাঁচা বাজার, মাছ বাজার) বন্ধ রাখার নির্দেশনা দেয় সরকার। কিন্তু ওইসব নির্দেশনা উপেক্ষা করে মতলব বাজারে বিপণী বিতানসহ অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং ক্রেতা- বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে বেচা- কেনা না করায় ৪ ব্যবসায়ীকে ৪ হাজার ৫´শ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও প্রাইভেটকারসহ বেশ কয়েকটি সিএনজি, অটোবাইক জব্দ করা হয়েছ।

এ সময় স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম ও পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন খানসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলছে। এ সময় যে সকল ক্রেতা বিক্রেতা বাজারে আসবেন তাদের অবশ্যই স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরুত্ব বজায় রেখে কার্যক্রম করতে হবে। এছাড়া নির্দেশনা উপেক্ষা করে যানবাহন চলাচল করায় যানবাহন জব্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ