Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সিংহাম’ ছবির স্টান্ট অনুকরণ করে জরিমানা দিলেন পুলিশ সদস্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ৩:৫৫ পিএম

ভারতীয় চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠীর পরিচালনায় ২০১১ সালে মুক্তি পায় ‘সিংহাম’। এতে জুটি বেঁধে অভিনয় করেন অজয় দেবগণ ও দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল। ছবিতে বেশকিছু দুর্লভ স্টান্ট করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন অভিনেতা।

সম্প্রতি ছবিটির একটি স্টান্ট অনুকরণ করেন মনোজ কুমার নামের একজন সাব-ইন্সপেক্টর। বিষয়টি উর্ধ্বতন কর্মকতার নজরে আসতেই তাকে ৫ হাজার রুপি জরিমানা করেছেন।

সম্প্রতি ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা অন্তর্জালে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, মনোজ দুই গাড়ির উপরে পা দিয়ে দাঁড়িয়ে স্টান্ট করছেন। ঠিক যেভাবে ‘সিংহাম’-এ অজয়কে দেখা গিয়েছিল।

এমন ভয়াল স্টান্টের কারণে জরিমানার পাশাপাশি তিনি যেন ভবিষ্যতে এমনটি না করেন সেই নির্দেশনাও জুড়ে দিয়েছেন মধ্যপ্রদেশ পুলিশ।

উল্লেখ্য, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিত ‘সিংহাম’ ছবিটি নির্মাণ করতে ব্যয় হয় ১৫ কোটি রুপি। পরে প্রেক্ষাগৃহে পুলিশ অ্যাকশন সিনেমাটি ১৫৭ কোটি রুপির ব্যবসা করে বক্স অফিসে সুপারহিট তকমা পেয়ে যায়। ছবিটির জনপ্রিয়তার রেশ ধরে ২০১৪ সালে ´সিংহাম রিটার্নস´ মুক্তি পায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ