বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার পৃথক দুটি গ্রামের দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। পালাহার আমলিতলা গ্রামের মো.হান্নানের শিশু পুত্র ৫বছর বয়সী হাসান বাড়ির পাশের ফিশারীতে ডুবে মারা যায়। ইউপি সদস্য ইকবাল জানান, বৃহস্পতিবার বিকেলে শিশুটি সবার চোখ ফাঁকি দিয়ে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজিঁর পর জাল টেনে পানি থেকে মৃত উদ্ধার করা হয় অপরদিকেএকই দিনে বিকেলে সিংরইল গ্রামের আঃ রহিমের পুত্র আরিফুজ্জামান নামে ১৮ মাস বয়সী এক শিশু, নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজির বাড়ির পুকুরে ভেসে উঠলে পরিবারের লোকজন দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। অন্যদিকে উপজেলার অরণ্যপাশা গ্রামের কবির হোসেনের শিশু কন্যা হাবিবা (১.৫) বাড়ির পুকুরে পড়ে গেলে পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটি চিকিৎসাধীন রয়েছে তবে এখনো শঙ্কামুক্ত নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।