পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের দন্ডাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্ট বারের অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভ্ইুয়া রিটটি ফাইল করেন। রিটে বরিশাল বারের সদস্য অ্যাডভোকেট রবিউল ইসলাম রিপনকে দন্ডাদেশ দেয়ার ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং উচ্চতর তদন্ত চাওয়া হয়েছে। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতার অপব্যবহারের দায়ে তাকে, তার সহযোগীদের বিরুদ্ধে উচ্চ বিচারিক তদন্তের নির্দেশনা চাওয়া হয়। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের সাজা প্রদান কেন অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করা হবে না-এই মর্মে রুল নিশি চাওয়া হয়েছে। রিটে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং বরিশাল জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদাকে বিবাদী করা হয়েছে।
প্রসঙ্গত : সম্প্র্রতি বরিশালে টিসিবির এক ডিলার ট্রাকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করছিলেন। এ ক্ষেত্রে অনিয়ম দেখে প্রতিবাদ করেন অ্যাডভোকেট রবিউল ইসলাম রিপন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই স্থলে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা তখন রবিউল ইসলাম রিপনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ আনেন। তাকে ৭ দিনের কারাদন্ড দিয়ে কারাগারে পাঠান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।