পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : গুলশানের জঙ্গি হামলার ঘটনার পর পোশাকশিল্প খাতের ক্রেতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা শঙ্কিত। তাই তাঁরা যেকোনো ধরনের সাক্ষাতের দিন পেছাচ্ছেন। গুলশান হামলার ঘটনায় শঙ্কিত তৈরি পোশাকশিল্পের ক্রেতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক পেছাচ্ছেন তাঁরা। এ পরিস্থিতির কারণে রপ্তানি আদেশ কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
গুলশানের হলি আর্টিজান বেকারি নামের স্প্যানিশ রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহতদের বেশির ভাগই ছিলেন বিদেশি নাগরিক। আর তাঁদের মধ্যে একটা বড় অংশই ছিল তৈরি পোশাকশিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। ব্যবসায়ীরা জানান, গুলশানের হামলার ঘটনা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি নাগরিক ও ক্রেতা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভীতির মধ্যে ফেলেছে। বিদেশি অনেক ক্রেতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা বাংলাদেশে এসে পূর্বনির্ধারিত বৈঠকগুলো করতে কালক্ষেপণ করছেন। অনেকেই আবার তৃতীয় কোনো দেশে বৈঠকের আমন্ত্রণ জানাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, গত অর্থবছরে (২০১৫-১৬) লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে দেশের রপ্তানি আয়। আর এর ৮০ শতাংশের বেশি এসেছে তৈরি পোশাকশিল্প খাত থেকে। এ শিল্পের ওপর অনেকটা ভর করেই চলতি অর্থবছরেও (২০১৬-১৭) তিন হাজার ৭০০ কোটি মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। রপ্তানি খাতের স্বার্থে বিদেশিদের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি জঙ্গি হামলার পুনরাবৃত্তি ঠেকাতে প্রসাশনকে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী নেতা ও অর্থনীতি বিশ্লেষকরা। তৈরি পোশাকশিল্পে নিরাপত্তা ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে সংস্কারের কার্যক্রমের কারণে আগামীতে বিদেশি ক্রেতারা বাংলাদেশের ব্যাপারে আরো আগ্রহী হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।