Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সবজির বাজারে দাম ঊর্ধ্বমুখী

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী। ক্রেতার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিক্রেতারা বলছেন বর্ষায় সবজি নষ্ট হয়ে যাওয়ার কারণে দাম কিছুটা বাড়তি। আর মাছ বাজারে ইলিশসহ বেশিরভাগ মাছের দাম বাড়েনি। তবে ক্রেতারা বলছেন ভিন্ন কথা। বাজারে কিছুটা কমেছে মুরগির দাম। শ্রাবণের এই দিনে বৃষ্টি নেই ঢাকার মেঘলা আকাশে। তবে বর্ষার প্লাবন আর উজানের ঢলের প্রভাব রয়েছে রাজধানীর কাঁচাবাজারে। তাই গত সপ্তাহের তুলনায় সিম, টমেটোর দাম কিছুটা কমলেও বেশির ভাগ সবজিরই দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত। ঊর্ধ্বমুখী এই সবজির বাজারে দর কষাকষি করে কিনলে কিছুটা সুবিধা পাওয়া যাচ্ছে বলে জানালেন ক্রেতারা। বর্ষায় মাছের দাম কিছুটা কমবে ক্রেতার এমন প্রত্যাশা জলে যাচ্ছে শুক্রবারের বাড়তি চাহিদার কাছে। যদিও বিক্রেতাদের দাবি তেমন বাড়েনি মাছের দাম। বরং অনেকটাই কমেছে ইলিশসহ বেশিরভাগ মাছের দাম। বাজারে ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে ২০ টাকা পর্যন্ত, বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, আর প্রতিপিস দেশি মুরগির দাম কমেছে ৩০ টাকা পর্যন্ত। তবে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের বাজার দর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সবজির বাজারে দাম ঊর্ধ্বমুখী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ