Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে বাসা ভাড়া দিতে না পারায় সন্তান নিয়ে রাস্তায় মা, অবশেষে পুলিশ সহায়তা দিল

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ৩:৪৫ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার সম্মুখে দোকানের সামনে সন্তানাদি নিয়ে ঘুমিয়ে থাকতে দেখা যায়, বর্তমান করোনা পরিস্থিতিতে বিষয়টি মেনে নিতে না পারায় অঙ্গীকার সামাজিক ও সাহিত্যিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার জাহান জুয়েল ও শ্রীমঙ্গলের সাংবাদিক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন সামাজিক যোগাযোগের মাধ্যমে মহিলার অবস্থার ছবি ও ভিডিও চিত্র তুলে ধরেন। পরে বিষয়টা মুহুর্তেই আরও বেশ কয়েকটি ফেইসবুক আইডিতে ছড়িয়ে পরে। ঘটনাটি ঘটে বুধবার ১৩ মে রিাত পৌনে ১২টার দিকে।
সামাজিক যোগাযোগ ফেইসবুকের মাধ্যমে এমন ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান মহিলা ও তার সন্তানদের থানায় নিয়ে স্থান দেন। পরে বৃহস্পতিবার রাত ৪টার দিকে শাপলাবাগ কলোনিতে নিয়ে পৌছে দিয়ে আসেন। ওনার এই হস্তক্ষেপ বিভিন্ন মহলে প্রশংসনীয় হয়ে উঠেছে।
মহিলার ভাষ্যমত ছিলো ৭০০ টাকা বাসা ভাড়া, আড়াই মাসের ভাড়া বকেয়া ছিলো, বাসার মালিক ভাড়ার জন্য চাপ সৃষ্টি করলে, কষ্ট করে ১ মাসের ভাড়া পরিশোধ করে দেয়। বর্তমানে দেড় মাসের ভাড়া বকেয়া আছে। এই দেড় মাসের বাসা ভাড়ার জন্য শহরের শাপলাবাগ এলাকায় রুবেল মিয়ার কলোনি (বাসার মালিক) রুবেল মিয়া এই মহিলাকে নানান ধরনের কথাবার্তা বলছিলো শেষ পর্যন্ত এই মহিলাকে বাসা থেকে বের করে দিয়েছে। এমনটি জানান ছবিতে দেখা মহিলাটি।
কলোনির মালিক রুবেল মিয়ার সাথে মুঠোফোনে আলাপ হলে তিনি জানায়, এই মহিলা এপ্রিল মাসের ২০ তারিখ তার কাছে গিয়ে কান্নাকাটি করে থাকার জন্য একটি রুম চায়। পরে তার কলোনির একটি রুম ভাড়া দেয় যার ভাড়া তিনি ১ হাজার টাকা নিতেন, মহিলাটি কান্নাকাটি করে বলে এতো টাকা বর্তমানে ভাড়া দিতে পারবে না, করোনাভাইরাস শেষ হলে পরো ভাড়া দিবো। পরে রুবেল মিয়া আপাদত ৭০০ টাকা ভাড়া নেয়। বর্তমানে ওই মহিলার বকেয়া কোন ভাড়া নেই।
তিনি আরও বলেন, এই মহিলা গত কয়েকদিন আগে আরও একটি বিয়ে করেছে, বিয়ের কয়েক দিন পর স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, তা জি.আর.পি থানা পুলিশ সমাধান করে দেয়। কিছু দিন পর থেকেই এই মহিলাকে রুবেল মিয়া খুজে পাচ্ছেন না। ওনার ধারনা ছিলো স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা শেষ হওয়ার পর হয়তো বা অন্য কোথাও গিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ