Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আট জেলায় প্রধানমন্ত্রী নগদ টাকা বিতরণ করবেন

৫০ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান উদ্বোধন আজ

পঞ্চায়েত হাবিব | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ১২:০৫ এএম

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের নিম্ন আয়ের মানুষ যেমন রিকশা-ভ্যানচালক ও মোটর শ্রমিক, নির্মাণ শ্রমিকদের মতো পেশাজীবীরা সরকারি সহায়তা পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর থেকে বিভিন্ন পেশার প্রায় ৫০ লাখ পরিবারের হাতে তুলে দেয়া হবে নগদ অর্থ। প্রত্যেক পরিবার এককালীন ২ হাজার ৫০০ টাকা করে পাবে। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে সুবিধাভোগীদের হিসাবে সরাসরি নগদ অর্থ প্রেরণের এই উদ্যোগের উদ্বোধন করবেন। বিতরণ চলবে আসন্ন ঈদুল ফিতরের আগ পর্যন্ত। প্রাথমিকভাবে আজ আট জেলায় নগদ অর্থ সহায়তা দেয়া হবে। জেলাগুলো হচ্ছে, চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ঢাকা বিভাগের মাদারীপুর, ময়মনসিংহ বিভাগের শেরপুর, রাজশাহী বিভাগের চাঁপাইনবাগঞ্জ, রংপুরের কুড়িগ্রাম, সিলেটের সুনামগঞ্জ, খুলনার সাতক্ষীরা এবং বরিশাল বিভাগের বরগুনা জেলায়। করোনাভাইরাসের কারণে মানবিক দুর্যোগ শুরুর পর গত ২৪ মার্চ থেকে এ পর্যন্ত সাড়ে ৪ কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সারাদেশে ৫০ লাখ পরিবারকে সহায়তা দেওয়ার কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। যদিও উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকা এখনো চূড়ান্ত হয়নি। ৩৮ লাখ পরিবারের তালিকা চূড়ান্ত হয়েছে। তথ্যে ঘাটতি ও অসংগতি থাকায় ১২ লাখের তালিকা গতকাল বিকাল পর্যন্ত চূড়ান্ত হয়নি। ৫০ লাখ পরিবারের তালিকা করে ৩ মের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে মাঠ প্রশাসনকে বলা হয়েছিল। কিন্তু গতকাল বুধবার পর্যন্ত ১২ লাখ পরিবারের কারও মোবাইল বা ঠিকানা ঠিকমতো না থাকাসহ অন্যান্য কিছু অসংগতি থাকায় পুরো তালিকাটি চূড়ান্ত হয়নি। সে গুলো সংশোধন করা হচ্ছে। উদ্যোগটির সঙ্গে জড়িত রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। আর পরিবার চিহ্নিত করা হয়েছে স্থানীয় সরকার অর্থাৎ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সাহায্যে। তালিকায় রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, নির্মাণশ্রমিক, কৃষিশ্রমিক, দোকানের কর্মচারী, ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন ব্যবসায় কর্মরত শ্রমিক, পোলট্রি খামারের শ্রমিক, বাস-ট্রাকসহ পরিবহন শ্রমিক, হকারসহ নানা পেশার মানুষকে এ তালিকা রাখা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়ন সচিব মো. শাহ কামাল গতকাল বুধবার ইনকিলাবকে বলেন, চলতি মে মাস থেকে জুন পযন্ত দুই মাসে ৫০লাখ পরিবার পাঁচ হাজার করে টাকা পাবে। বিকাশ, নগদ, ক্যাশ, রকেটের মাধ্যমে পরিবারগুলোর কাছে টাকা পৌঁছে যাবে।

সচিব বলেন, ১২ লাখের তালিকাও খুব তাড়াতাড়ি চূড়ান্ত হয়ে যাবে। অনিয়ম ঠেকাতে এবার উপকারভোগীদের নামে করা ডিজিটাল কার্ডের ভিত্তিতে এই সহায়তা দেওয়া হবে। এ জন্যই তালিকা করতে কিছু সময় লাগছে। ইতোমধ্যে এক হাজার ২৫৭ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। সহায়তার এ অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিনা খরচে প্রত্যেক পরিবারের হাতে ঈদের আগে পৌঁছে দেয়া হবে।

সরকারের এ কাজে সহযোগিতা করবে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিংয়ে সেবাদানকারী চার প্রতিষ্ঠান। এগুলো মধ্যে রয়েছে, বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা ‘নগদ’, ব্র্যাংক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং ‘বিকাশ’, ডাচ-বাংলা ব্যাংকের ‘রকেট’ এবং রাষ্ট্রায়ত্ত¡ রূপালী ব্যাংকের শিওরক্যাশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। একই সঙ্গে সারা দেশে লকডাউন পরিস্থিতি শুরু হয়। এতে লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়ে। সবচেয়ে সমস্যায় পড়েছেন গরিব-শ্রমজীবী এবং মধ্যবৃক্ত মানুষ। এ জন্য এসব মানুষকে খাদ্যসহায়তা দিচ্ছে সরকার। পাশাপাশি অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে সহায়তা অব্যাহত আছে।

৬৪টি জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গত ১১ মে পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে সারা দেশে সাড়ে চার কোটির বেশি মানুষকে ত্রাণ দিয়েছে। সারা দেশে ত্রাণ হিসেবে এক লাখ ৫৩ হাজার ২১৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এরমেধ্য বিতরণ করা হয়েছে এক লাখ ১৫ হাজার ৩৩ মেট্রিক টন। মন্ত্রণালয় থেকে বলা হয়, ত্রাণ হিসেবে নগদ ৬৪ কোটি বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে বিতরণ করা হয়েছে ৫২ কোটি ৭৬ লাখ ৮২ হাজার ৫২৩ টাকা। এতে ৫৯ লাখ ৯৬ হাজার ১১৫টি পরিবারের উপকারভোগীর সংখ্যা ৩ কোটি ১০ লাখ মানুষ। এছাড়া শিশুদের খাদ্য কিনতে ১৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও ১৩ কোটি ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এতে উপকারভোগী পরিবার সংখ্যা চার লাখ এবং লোক সংখ্যা প্রায় আট লাখ।



 

Show all comments
  • Maruf Hossen ১৪ মে, ২০২০, ১:২৬ এএম says : 0
    ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আল্লাহ যেন আপনাকে সুস্থ ও ভালো রাখেন ।
    Total Reply(0) Reply
  • Toriqullah Tais ১৪ মে, ২০২০, ১:২৭ এএম says : 0
    কারো হাতে না দিয়ে সরাসরি পরিবারগুলোর কাছে পৌছে দেয়ার ব্যবস্থা করা হোক৷ যদি দেয়ার নিয়ত আসলেই থাকে৷
    Total Reply(0) Reply
  • Gopal Ghosh ১৪ মে, ২০২০, ১:২৭ এএম says : 0
    ত্রাণ এর টাকা যাবে মোবাইলে টাকা যাবে বিকাশে উড়ে যাবে আকাশে চুরি করার কোন সুযোগ নাই হয়তো স্বজনপ্রীতি হতে পারে কিন্তু চুরি করতে পারবেনা
    Total Reply(0) Reply
  • Ashik Sarker Ashik ১৪ মে, ২০২০, ১:২৮ এএম says : 0
    প্রধানমন্ত্রীর চেষ্টায় কোন ত্রুটি ছিলনা। কিন্তু সারা দেশ যখন চুরবাটপারে ভরা সেখানে একা প্রধানমন্ত্রীর কি করবেন!!
    Total Reply(0) Reply
  • MD Arif Hossain ১৪ মে, ২০২০, ১:২৮ এএম says : 0
    আমার নিজের চোখের দেখা যে ফরম গুলো দিছে টাকা নেওয়ার জন্য সব গুলো ফরম পুরুন করছে আওয়ামীলীগের কমী দের নামে
    Total Reply(0) Reply
  • Abdul Wadud ১৪ মে, ২০২০, ১:২৯ এএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রী,আপনার দৃষ্টি আর্কষন করে বলেছি আপনি ঢাকা লকডাউন করে দিন,
    Total Reply(0) Reply
  • Abdus sobur ১৪ মে, ২০২০, ৪:৩৮ এএম says : 0
    Accha jesob family k tk ta govt dibe mobile phn er maddhome......kar bkash,kar rocket account ache govt ki seta judge koreche ??
    Total Reply(0) Reply
  • ঢাকা বাংলাদেশ ১৪ মে, ২০২০, ৪:৪৩ এএম says : 0
    আসসালামু আলাইকুম সামাজিক দূরত্ব ঠিক রেখে সিট বরাবর পেসিনজার নিযে নিজ নিজ শহর এলাকার যানবাহন যেমন টেমপু দূরনত রাইটার cngঅটো টেকসি মোটামুটি তাদের ইনকাম হয মত এবং সচারচর যাদের অফিস সরকারি কর্মজীবি যাদের বিশেষ বিশেষ দরকার তাদের সুবিধাকরতে অতিরিক্ত যাত্রী ছাড়া 16তারিখ হতে যান চলাচল এর অনুমতির জন্য সরকার এবং পত্রিকা বিভাগ সহায়তার আহ্বান জানাচ্ছি কারণ আগামী 31তারিখ পরযনত বন্ধ করতে চাচ্ছে তবে দূরপাল্লার এক জেলা হতে অনন্য জেলায যেতে নিষেধাজ্ঞা বরাবর রেখে বাকি নিজ নিজ শহরের গুলোর অনুমতি দেয়া হয তার অনুরোধ সকলের পক্ষ হতে আহ্বান
    Total Reply(0) Reply
  • Abdur Rafi ১৪ মে, ২০২০, ৬:১১ এএম says : 0
    তালিকাটা জনগণ দেখতে চায় তখন জনগণই জানবে তাদের এলাকার কে কে পেয়েছে। টাকা গুলো লীগের চাদাবাজ ক্লাবকর্মী ছাড়া সাধারন জনগণ পাবেই না জানি তাই তালিকা টা প্রকাশ করুন তাদের আইডি নাম্বার নাম বাবার নাম মার নাম 2 mb ও হবে না ফাইলটা কিন্তু
    Total Reply(0) Reply
  • শওকত আকবর ১৪ মে, ২০২০, ৮:১১ এএম says : 0
    এ ব্যাবস্থাই উত্তম।
    Total Reply(0) Reply
  • হাসান ১৪ মে, ২০২০, ১০:২১ এএম says : 0
    সব উদ্যোগই ভাল, কম বেশ সবাই পাচ্ছে, কিন্ত যারা শিক্ষীত বেকার, লজ্জা শরমের কারনে কাওকে কিছু বলতে পারছেনা, কারো কাছে কিছু চাইতেও পারছেনা তাদের জন্য কোন সাহায্য নেই.. সাবাস ডিজিটাল বাংলাদেশ
    Total Reply(0) Reply
  • Shekakram ১৮ মে, ২০২০, ১০:০৮ পিএম says : 0
    এ ব্যাবস্থাই উত্তম।
    Total Reply(0) Reply
  • Durjoy mondal ৭ জুলাই, ২০২২, ২:৪৯ পিএম says : 0
    শেখ হাসিনা মা তুমি কেমন আছেন আমাকে কিছু টাকা পাটান আমার মোবাইল নাবার 01817982819 এই নাবারে নগদ খোলা টাকা এইনাবারে পাটায় দিয়েন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ