Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ার মিরপুরে ফেন্সিডিল, গাঁজা ও পিকাপভ্যানসহ আটক-১, পলাতক-২

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মে, ২০২০, ৬:০১ পিএম

কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের অভিযানে ৩৩০ পিচ ফেন্সিডিল ও ৪ কেজী গাঁজাসহ একজন আটক হয়েছে। পলাতক- ২।আজ বুধবার (১৩ মে) সকাল সাড়ে নয়টায় মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা ব্রিজ এলাকায় পুলিশের নিয়মিত টহল পরিচালনা কালে মালিহাদ ক্যাম্প ইনচার্জ এস আই আবুল কালাম আজাদ একটি টাটা কোম্পানীর পিকাপ ভ্যান আটক করে তল্লাশি চালালে এ মাদক উদ্ধারের ঘটনা ঘটে। পরে তল্লাসীকালে ৩৩০ বোতল ফেনসিডিল ও ৪ কেজী গাঁজা উদ্ধার করে।আটককৃত আসামী রাজবাড়ী জেলার ভবানীপুর এলাকার লালন শেখের ছেলে রিমন (১৫) বলে জানা গেছে।

পিক আপটি রাজবাড়ী থেকে শরিষা নিয়ে দর্শনায় আনলোড করে সেখান থেকে ফেন্সিডিল ও গাঁজা নিয়ে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়।

তবে পিকাপটি দর্শনা হয়ে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়ক ব্যবহার না করে দর্শনা-চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা হয়ে মিরপুরের মালিহাদ হয়ে আসার পথে আটক হয়।

মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপের ড্রাইভার, মাদক ব্যবসায়ী ও পিকআপের মালিক ৩ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ