Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডে কামব্যাক করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০২০, ৫:২১ পিএম

দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিলো জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলিউডে কামব্যাক করবেন। এ নিয়ে চলছিলো বেশ জল্পনা-কল্পনা। অবশেষে ভক্তদের অপেক্ষার প্রহর বুঝি ফুরালো।

ভারতের দক্ষিণী সিনেমার পরিচালক হরি বিশ্বনাথ নির্মাণ করলেন ´বাঁশুরি´। এতে অনুরাগ ক্যাপশের বিপরীতে অভিনয় করেছেন ঋতুপর্ণা। এছাড়াও ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রঘুবীর যাদব, চিত্রাঙ্গদা চক্রবর্তীকেও। নায়িকার ছেলের ভূমিকায় আছেন অঙ্কন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্মুক্ত হয়েছে ´বাঁশুরি´র প্রথম পোস্টার। সেখানে দেখা যাচ্ছে, সাদা কাপড়ে জানালার বাইরে উদাস মনে তাকিয়ে আছেন ঋতুপর্ণা । কি যেন পাওয়ার অপেক্ষায় আছেন তিনি। অন্যদিকে বাঁশিবাদক অনুরাগ একনিষ্ঠভাবেই তাঁর বাদ্যের প্রতি মনোনিবেশ করছেন।

একজন সিঙ্গেল মা ও তাঁর ছেলেকে কেন্দ্র করে তৈরী হয়েছে সিনেমার গল্পটি। তবে ছবির শুরুতে নায়কের দেখা মিলবে না। এই ছবির মধ্য দিয়ে প্রথমবার অনুরাগ ক্যাপশের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন টলিউড ডিভা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ