Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে ফিরছেন প্রখ্যাত সংগীতশিল্পী এন্ড্রু কিশোর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২০, ৮:২০ পিএম

মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে দীর্ঘ আট মাস পর সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। বুধবার (১৩ মে) দেশটির এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে নিজ দেশে ফেরার করা রয়েছে প্রখ্যাত এ সংগীতশিল্পীর। এমনটি জানিয়েছেন শিল্পীর ঘনিষ্ঠজনরা।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী দীর্ঘদিন ধরে কিডনি ও হরমোনজনিত সমস্যায় ভুগছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত বছরের ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে পাড়ি জমান তিনি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তার শরীরে ক্যান্সারের উপস্থিতি মিলে। এবং চিকিৎসকদের পরামর্শে সেখানেই তার চিকিৎসা শুরু হয়।

এই সময়ের মধ্যে ছয়টি ধাপে মোট ২৪টি কেমোথেরাপি দেওয়া হয় শিল্পীকে। বর্তমানে শারীরিকভাবে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের লিম সুন থাইয়ের অধীনে তার চিকিৎসা চলছিলো। চিকিৎসক জানিয়েছেন, এখন তিনি অনেকটাই সুস্থ। এমনকি চাইলে এখন দেশেও ফিরে যেতে পারেন। তবে কয়েক মাস পর পর নিয়মিত চেকআপের জন্য আসতে হবে তাকে।

এ প্রসঙ্গে এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস জানান, ‘দাদা আগের থেকে অনেক ভালো আছেন। উনি দেশে ফেরার জন্য প্রস্তুত হয়ে আছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের করার কিছু নেই। এয়ারলাইন্স যেদিন চাইবে, দাদা সেদিনই আসতে পারবেন। আশা করছি সেই প্রসেসিং দ্রুতই সম্পন্ন হতে যাচ্ছে।

এছাড়াও শিল্পীর একাধিক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে বুধবারের মধ্যেই দেশে ফিরবেন এন্ড্রু কিশোর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ