Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

৫ শিক্ষা প্রতিষ্ঠান ও ১০০ ঘরবাড়ি নদী গর্ভে বিলীন

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে । গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ৪৬ সেন্টিমিটার ধরলার পানি কুড়িগ্রাম ব্রিজ পয়েন্টে বিপদসীমার ৩৪ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । বন্যার পানির তোড়ে ৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং একটি নি¤œমাধ্যমিক বিদ্যালয় বিলীন হয়ে গেছে। ধরলা ও ব্রহ্মপুত্র নদী অববাহিকার ৪০টি ইউনিয়নের ২৫০ গ্রামের ৭৫ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। ১০০টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।
এ দিকে দুর্গত এলাকায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ার পাশাপাশি বন্ধ হয়ে গেছে দিনমজুরদের কাজ-কর্ম।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব জানান, বন্যা কবলিতদের জন্য ৯২ মে. টন চাল ও ৮ লাখ ৭৫হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ