Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে লকডাউন অমান্য করায় ৭৮টি গাড়ি জব্দ, মামলা, ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ১২ মে, ২০২০, ৭:১৪ পিএম

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস দুর্যোগে চাঁদপুরে লকডাউন অমান্য করায় ৭৮ টি গাড়ি জব্দ করেছে প্রশাসন । সেই সাথে তিনজন ব্যবসায়ীকে আটক করে মামলা দায়ের করা হয়।
চাঁদপুরবাসীকে করোনামুক্ত রাখতে সচেতনতায় জেলা প্রশাসন, সেনা বাহিনী ও পুলিশ প্রশাসন ভিন্ন ভিন্নভাবে অভিযান পরিচালনা করে। মোবাইল কোর্ট পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট মোঃ সামিউল ইসলাম।

মঙ্গলবার দিনভর ক্যাপ্টেন সায়েমের নেতৃত্বে ১০সদস্যের একটি টিম ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট সামিউল ইসলাম শহরে শতর্কতামুলক অভিযান চালান। এসময় লকডাউন অমান্য করে বিভিন্ন মার্কেটে দোকানিরা দোকান খোলা রেখে বেচা বিক্রি করলে তাদের হুশিয়ার করে দেন।

এদিকে এএসপি চাঁদপুর সদর সার্কেল জাহিদ পারভেজ চৌধুরী নেতৃত্বে পুলিশি অভিযানে ৭৮টি যানবাহন আটক করা হয়। লকডাউন অমান্য করায় তিন ব্যবসায়ীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।

চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সড়ক, মিশিন রোড, কালিবাড়ি মোড়, পালবাজার এলাকায় অযথা ঘুরাঘুরি করার কারণে সাধারণকে শতর্ক করে দেয়া হয়। পুরান বাজারে শতর্কতামুলক অভিযানে গেলে স্বাস্থ্যকর পরিবেশ দেখতে পেয়ে একটি বেকারিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ