প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশব্যাপী চলছে অঘোষিত লকডাউন। এমন পরিস্থিতিতে মার্চ মাসের ১৮ তারিখ থেকে টেলিভিশনের সংগঠনগুলো সকল ধরনের শুটিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলো।
কিন্তু সেই আদেশ অমান্য করেই রবিবার (১০ মে) নাটকের শুটিং করলেন ছোট পর্দার নির্মাতা আদিবাসী মিজান। পরে বিষয়টি জানতে পারলে শুটিং বন্ধ করে দেয় টিভি নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। এমনটি গণমাধ্যমে জানিয়েছেন গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক।
জানা গিয়েছে, ঈদের জন্য নির্মিত একটি নাটকের কাজ শুরু করেছিলেন পরিচালক আদিবাসী মিজান। এতে অংশ নিতে পূবাইলের হাসনাহেনা শুটিং বাড়িতে উপস্থিত ছিলেন অভিনেতা জাহিদ হাসানও।
এ প্রসঙ্গে অলিক বলেন, ‘মার্চ মাস থেকে নাটকের সব ধরনের কার্যক্রম স্থগিত আছে। এর পরেও নিষেধাজ্ঞা অমান্য করে তারা শুটিং এর কাজ শুরু করেছিলেন। বিষয়টি জানতে পেরে আমরা শুটিং বন্ধ করে দিয়েছি।
তিনি আরো বলেন, নির্মাতা (মিজান) তার ভুল বুঝতে পেরেছেন। আমি মুঠোফোনে তাদের সঙ্গে কথা বলার পরপরই ঢাকায় ফিরে এসেছে পুরো শুটিং ইউনিট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।