পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনা প্রাদুর্ভাবে দেশের বিচার কার্যক্রম সচল রাখতে ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে চালু করা হয়েছে ৪টি ভার্চ্যুয়াল কোর্ট। গতকাল সোমবার থেকে এসব কার্যক্রম শুরু করেছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারিদের ই. মেলে গতকালই জমা পড়েছে বেশ কিছু জামিন আবেদন। ই. মেল এবং ভিডিও লিংকের মাধ্যমে বিচারক,আইনজীবী, বিচারপ্রার্থী স্ব স্ব অবস্থানে থেকেই বিচার কার্যক্রমে অংশ নেবেন। এ বিষয়ে গত রোববার সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল মো.আলী আকবর ১৪টি নির্দেশনা সম্বলিত একটি ম্যানুয়াল জারি করেছেন। সেই আলোকে ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এম জুলফিকার হায়াত গতকাল সোমবার একটি আদেশ জারি করেন।
সে অনুযায়ী ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী পরিচালনা করবেন ১ নম্বর ভার্চ্যুয়াল কোর্ট। রাজধানীর উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম,তুরাগ,দক্ষিণ খান,উত্তরখান, বিমানবন্দর,গুলশান, বনানী,বাড্ডা,ভাটারা,খিলক্ষেত ও ক্যান্টনমেন্ট থানা এলাকায় গ্রেফতারকৃতদের জামিন আবেদনের শুনানি হবে তার আদালতে। ২ নম্বর ভার্চ্যুায়াল কোর্টে শুনানি নেবেন ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী। রাজধানীর রমনা, শাহবাগ, কলাবাগান, ধানমন্ডি, নিউমার্কেট, হাজারীবাগ লালবাগ, চকবাজার,কামরাঙ্গীরচর, কোতয়ালী,বংশাল ও সুত্রাপুর থানা এলাকায় গ্রেফতার হওয়া আসামিদের জামিন শুনানি নেবেন তিনি। ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী শুনানি নেবেন ৩ নম্বর ভার্চ্যুয়াল কোর্টের। তার আওতায় ঢাকার মতিঝিল,পল্টন,শাহজাহানপুর,খিলগাঁও, রামপুরা,সবুজবাগ,মুগদা, ডেমরা,যাত্রাবাড়ী,কদমতলী,শ্যামপুর,ওয়ারী ও গেন্ডারিয়া থানায় গ্রেফতার হওয়া আসামিদের জামিন শুনানি হবে। ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী শুনানি নেবেন ৪নম্বর ভার্চ্যুয়াল কোর্টে। এ আদালতে রাজধানীর তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরেবাংলানগর, মোহাম্মদপুর, আদাবর, মিরপুর, দারুসসালাম,শাহ আলী, পল্লবী,রূপনগর, কাফরুল ও ভাষানটেক থানায় গ্রেফতার হওয়া আসামিদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।