Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছবি ফ্লপ হয়েছিলো তবুও থেমে থাকিনি: সালমান খান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মে, ২০২০, ৮:২৬ পিএম

“পনেরো বছর বয়স থেকেই কাজ শুরু করেছি আমি। ক্যারিয়ারের প্রথম দিকে আমার ছবি ফ্লপ হয়েছিলো। কিন্তু ফ্লপ করা সত্ত্বেও আমি থেমে যাইনি। কাজ করেই গিয়েছি। সেই ট্র্যাডিশন এখনও চলছে।”

হোম কোয়ারেন্টিনে থেকে পুরোনো স্মৃতি রোমন্থন করলেন বলিউড ভাইজান সালমান খান। সম্প্রতি গণমাধ্যমে এসব মজার তথ্য দেন তিনি।

ভারত জুড়ে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে পরিবারসহ পানভেলের ফার্মহাউসে আটকা পড়েছেন সালমান। এছাড়াও ভাইজানের সঙ্গে সেখানে রয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, মডেল ওয়ালুশা ও ইউলিয়া ভন্তুর।

প্রসঙ্গত, করোনা মোকাবিলায় শুরু থেকেই অসহায়দের সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন সালমান খান। এই সময় বিপাকে পড়া দিনমজুর ও কলাকুশলীদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করছেন তিনি। এছাড়াও বিয়িং সালমান খান নামের সংগঠনের কর্মকর্তারা শহরব্যাপী প্রদক্ষিণ করে বেড়াচ্ছে। যাতে কারো অনাহারে দিন যাপন করতে না হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সালমান খান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ