Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মা হতে যাচ্ছেন নয়নতারা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২০, ৮:০৮ পিএম

প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন দক্ষিণী সিনেমার নন্দিত অভিনেত্রী নয়নতারা। প্রেমিক ভিগনেশ শিভানের থেকে মাতৃত্বের স্বাদ নিতেই এই উদ্যোগ নিয়েছেন নায়িকা। এমন খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছেন নেটিজেনরা।

সম্প্রতি অভিনেত্রীর প্রেমিক শিভান ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। ছবিটিতে দেখা যাচ্ছে, বিকিনি পরে একটি শিশুকে কোলে নিয়ে সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছেন নায়িকা। সেখানে শিভান লিখেছেন- ‍“আমার ভবিষ্যৎ সন্তানের মাকে জানাই মা দিবসের শুভেচ্ছা।”

এমন ক্যাপশনের ছবিটি মুহুর্তেই অন্তর্জালে ছড়িয়ে পড়ে। এরপরেই জোরেশোরে গুঞ্জন ওঠে নয়নতারার মা হতে যাচ্ছেন। অভিনেত্রীর এক ভক্ত মন্তব্য করেছেন, শীঘ্রই এই প্রেমিক জুটি প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। তাদের জন্য শুভ কামনা।

তবে বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি নয়নতারা। হয়তো আনুষ্ঠানিক ঘোষণার জন্য ভক্ত-অনুরাগীদের অপেক্ষার প্রহর আরো বাড়লো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ