বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফ্রি ‘পাঠা’ না পাওয়ায় সিলেট জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কাজী আশরাফের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। গুরুতর আহত ওই কর্মকর্তাকে ভর্তি করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার বেলা ২টার দিকে সিলেটের বিভাগীয় প্রাণীসম্পদ অধিদপ্তর পরিচালকের কার্যালয়ে ঘটে।
বিভাগীয় পরিচালক আমিনুল ইসলাম জানান, সোমবার ছাত্রলীগের এক নেতা ছাগল উন্নয়ন খামার থেকে ফ্রিতে ‘পাঠা’ নেওয়ার জন্য তার অফিসে যান। এসময় প্রজননের কাজের জন্য ব্যবহৃত এসব ‘পাঠা’ খাবারের জন্য দেওয়া যাবে না বলে জানান তিনি। এতে ক্ষুব্দ হয়ে ওই ছাত্রলীগ নেতা ফোনে কয়েকজনের সাথে কথা বলেন। কিছু সময়ের মধ্যে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সেখানে যান। তারা চরম দুর্ব্যবহার শুরু করেন। এর প্রতিবাদ করলে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কাজী আশরাফের উপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। তাকে মারধর করে গুরুতর আহত করেন তারা। পরে চিকিৎসার জন্য তাকে ওসমানী হাসপাতালে পাঠানো হয় তাকে ।
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি খামারের ‘পাঠা’ আনতে প্রাণীসম্পদ অধিদপ্তরের অফিসে গিয়েছিলেন জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কনক পাল অরূপ। ‘পাঠা’ না পেয়ে ছাত্রলীগ নেতাদের ফোনে তিনি জানান, তাকে আটকে রাখা হয়েছে প্রাণীসম্পদ অফিসে। খবর পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে গিয়ে বিভাগীয় প্রাণীসম্পদ কর্মকর্তার সাথে দুর্ব্যবহার ও জেলা প্রাণীসম্পদ কর্মকর্তার উপর হামলা করেন।
শাহপরাণ থানার ওসি আবদুল কাইয়ূম জানান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তার উপর হামলার খবর পেয়েছেন তিনি । লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন, তবে এখন পর্যন্ত হামলাকারীর পরিচয় তার নিকট আসেনি বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।