বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা মহানগরীর প্রানকেন্দ্র ডাকবাংলে এলাকার ১৭টি মার্কেট গতকাল রোববার থেকে খোলা হয়েছে। প্রথম দিন থেকেই মার্কেটগুলো লোকে লোকারণ্য হয়ে পড়েছ্ ে্রুায় প্রতিটি মার্কেটেই ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
কিন্তু এ সব মার্কেটে নামমাত্র স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্বের কথা বলা হলেও বাস্তবে তোর কোন প্রতিফলন দেখা যায়নি। ফলে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার আশংকা দেখা দিয়েছে।
এদিকে, মার্কেট খোলা হলেও খুলনার কেডিএ নিউ মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল রোববার এক বৈঠকে তারা ঈদের আগে নিউ মার্কেট না খোলার সিদ্ধান্ত নেয়। এছাড়া নগরীর অন্যান্য শপিংমলগুলোও এখনও খোলেনি।
আজ সোমবার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, বেলা বাড়ার সাথে সাথে নগরীর ডাকবাংলা মার্কেট ও রেলওয়ে বিপণী বিতান সহ মোট ১৭টি মার্কেটে শুরু হয় কর্মযজ্ঞ। সকালে ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মার্কেটে ক্রেতাদের ঢল নামতে শুরু করে।
চালু হওয়া বিপণীগুলোতে ভিড় করছেন ক্রেতারা। স্বাস্থ্যবিধি না মেনে দোকানি ও কর্মচারীরা ক্রেতাদের পণ্য দেখাচ্ছেন। নিয়মনীতি না মেনে প্রতি মার্কেটের প্রবেশপথ দিয়ে গাদাগাদি করে ঢুকছেন ক্রেতারা। নিরাপদ দূরত্ব বজায় তো দূরের কথা, অনেকের মুখে নেই মাস্কও। নিরাপত্তার স্বার্থে মার্কেটের গেটে নামমাত্র হাত ধোঁয়ার ব্যবস্থা থাকলেও সেদিকে ভ্রুক্ষেপ নেই কারো।
তবে অভিজাত নিউ মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠান চালুর ক্ষেত্রে দোকানগুলোর সামনে নিরাপদ দূরত্ব বজায় রাখতে সাদার রঙের বিত্ত তৈরী করা হয়েছে। শপিং কমপ্লেক্স ও জলিল মার্কেট সহ কয়েকটি অভিজাত এলাকায় দোকান খোলা রাখার বিষয়টি পর্যবেক্ষন করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।