বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া বাজার ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসীদের উদ্যোগে এক প্রভাবশালীর বিরুদ্বে চাঁদাবাজি,জুলুম-অত্যাচার,মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও চাকুরীর নামে বিদেশে পাঠানোর নাম করে মানবপাচার সহ বিভিন্ন অভিযোগে এক প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে স্থানীয় দেওড়া বাজার সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মারববন্ধন কর্মসূচীতে অংশগ্রহনকারীরা এলাকার দেওড়া গ্রামের অভিযুক্ত রফিকুজ্জামানের বিরুদ্বে বিভিন্ন শ্লোগান দেয়। মানববন্ধনে বক্তারা বাজারের ব্যবসায়ী ও এলাকার নীরিহ লোকদের ভয়-ভীতি দেখিয়ে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও চাঁদাবাজির অভিযোগ করেন। এ সময় মানবন্ধনে অংশগ্রহনকারীরা রাস্তার দু,পাশে দাড়িয়ে নানা শ্লোগান সম্বলিত ব্যানার ও প্লাকার্ড বহন করে। ভ’ক্তভোগী কয়েকজন এ সময় তাদের অত্যাচার-নির্যাতনের কথা কথা বর্ননা করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এক মহিলা ও হতদরিদ্র ব্যাক্তি তাদের পরিবারের সদস্যকে বিদেশে পাঠানোর নাম করে বিপুল পরিমান টাকা নিয়ে মানবপাচারের অভিযোগ করেন। জনৈক আঃ করিম ব্যাপারী তার নিকট থেকে রফিকুজ্জামান নগদ ৩ লাখ টাকা নিয়ে তার ছেলে আবুল কাশেমকে পাচারকারীদের হাতে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ করেন। ২০বছর যাবৎ বুকে পাথর বেধে ছেলের আশায় পথ চেয়ে আছি। ছেলে হারানো জহুরা খাতুন পুত্রশোকে বুক চাপড়ে আহাজারি করছিলেন। তিনি বলেন,ছেলের কথা জিজ্ঞেস করলে বলে,মামলা দিয়ে ভিটে ছাড়া করব। স্থানীয় হাবিজুল ব্যাপারী জানান, ওই ব্যাক্তি তার বাড়ি-ঘর ভেঙ্গে উল্টো মিথ্যা হয়রানীমূলক মামলা দিয়ে তার নিকট থেকে বিপুল পরিমান টাকা আদায় করেছে। হতদরিদ্র কালু ব্যাপারী জানান, এলাকায় একটি চক্রের মাধ্যমে সে মাদক বিক্রি করে। অনেককে বাহক হিসেবে ব্যবহার করে। রাজি না হলে মামলার ভয় দেখায়্। তার অনেক উর্ধ্বতন ক্ষমতাধর আত্মীয় রয়েছে বলে ভয় দেখায়। মানবন্ধনে আরও বক্তব্য রাখেন দেওড়া বাজার বনিক সমিতির সভাপতি আবুল কালাম খলিফা,সাধারন সম্পাদক জাহাঙ্গীর ব্যাপারী, স্থানীয় আজাহার মোল্লা,বিউটি বেগম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।