Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নলছিটিতে কালোবাজারির চালসহ দুই যুবক আটক

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মে, ২০২০, ৩:৪৯ পিএম

ঝালকাঠির নলছিটিতে কালোবাজারির ৩০০কেজি চালসহ দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। রবিবার রাত ১২টার দিকে পৌরসভার কান্ডপাশা এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকদের বিরুদ্ধে সোমবার সকালে নলছিটি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, সুগন্ধা নদীতে নোঙর করা একটি জাহাজ থেকে ৭ বস্তায় ৩০০কেজি চাল বিক্রি করে খাসমহল এলাকার মো. ওয়াসিম ও নয়নের কাছে। নয়ন চাল নিয়ে রাতে নলছিটি-দপদপিয়া সড়ক দিয়ে বরিশাল যাওয়ার সময় স্থানীয় জনতা আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে আটক করে। তাঁর দেওয়া তথ্যানুযায়ী ওয়াসিম নামে আরো এক যুবককে আটক করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে নলছিটি থানায় নিয়মিত মামলা হয়েছে। চালগুলো জাহাজ থেকে কালোবাজারি করে বিক্রি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ