Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে মদভাটি স্থাপন বন্ধের দাবীতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মে, ২০২০, ৩:২২ পিএম

ঈশ্বরদী শহরের কেন্দ্রস্থল রেলওয়ে গেট সংলগ্ন আবুল হোসেন সড়কের প্রবেশমুখে মদভাটি স্থাপন প্রক্রিয়া বন্ধের দাবী জানিয়েছে এলাকাবাসী। শহরের দড়িনারিচা পিয়ারাখালি জামতলা এলাকার দুইশতাধিক ব্যাক্তি স্বাক্ষরিত ভাটি স্হাপন বন্ধের দাবী সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, পাবনার জনৈক মদ ব্যাবসায়ী ঈশ্বরদীর গোবিন্দ নামের এক ব্যাক্তির মাধ্যমে উল্লেখিত স্হানে মদভাটি স্হাপনের জন্য বিশাল আকারের সেমি পাকা ঘর নির্মাণ সম্পন্ন করেছে। অল্পদিনের মধ্যেই এখানে মদভাটি চালুর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এটি বন্ধের জোর দাবী জানানো হয়েছে। এব্যাপারে জিজ্ঞেস করা হলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন কোন এনওসি ছাড়াই তারা মদভাটি স্হাপনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে যাতে ভাটি স্হাপন করতে না পারে সে ব্যাপারে যথাযথ ব্যাবস্হা গ্রহন করা হবে। অন্যদিকে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহা উদ্দিন ফারুকী বিপিএম পিপিএম জানিয়েছেন, এধরণের অপচেষ্টা আইনানুগভাবে বন্ধ করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ভূপতি সরকার বিষয়টি জানেন না বলে জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ