পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দান করলেন বিচারকরা। গতকাল রোববার ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন’র পক্ষে মহাসচিব বিকাশ কুমার সাহা তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৩০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার ও এসোসিয়েশনের সভাপতি মো.হেলাল চৌধুরী উপস্থিত ছিলেন। চেকটি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে চেক হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। বাংলাদেশের অধস্তন আদালতের সকল পর্যায়ের বিচারকদের সংগঠন ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন’।
এছাড়া একই অনুষ্ঠানে বাংলাদেশ ‘রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন’র পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এসোসিয়েশনের সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তাদের একটি সংগঠন।
করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় আইনমন্ত্রী আনিসুল হকের অনুপ্রেরণায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে উভয় সংগঠন মোট ৪০ লাখ টাকা দান করেন। এর আগে গত ৫ এপ্রিল প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লাখ টাকা দান করেন সুপ্রিম কোর্টের বিচারপতিগণ। বিচারপতিগণের পক্ষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ অর্থের সমপরিমাণ চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।