পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনা পরিস্থিতির মধ্যে বাংলাদেশে আটকে পড়া ৩৪০ জন কানাডার নাগরিক ঢাকা ছেড়েছেন। গতকাল রোববার কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। এটি বাংলাদেশে কানাডিয়ান হাইকমিশন আয়োজিত তৃতীয় বিশেষ ফ্লাইট।
হাইকমিশন জানিয়েছে, এ ফ্লাইটে ৩৪০ জনের বেশি আটকা পড়া কানাডার নাগরিক এবং স্থায়ী বাসিন্দা ছিল। কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি দোহা হয়ে টরেন্টোর উদ্দেশ্য রওনা দিয়েছে। আজ অবধি, এই নিয়ে তিনটি ফ্লাইটে আটকে পড়া ৭৬০ জন কানাডিয়ানকে ফিরিয়ে নেওয়া হয়েছে। যাত্রীরা তাদের নিজ নিজ ভাড়ার টাকা পরিশোধ করেছেন।
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোই প্রেফনটেইন বলেছেন, চাহিদা অনুযায়ী কানাডিয়ান হাইকমিশন বাংলাদেশ থেকে কানাডায় চতুর্থ ও শেষ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করবে কিনা তা মূল্যায়ন করছে। এ ব্যাপারে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার ও কাতার এয়ারওয়েজকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।