Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মীভূত ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ৭:৩৯ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুরে ভস্মীভূত হয়েছে এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্হানয়রা। আজ রবিবার দুপুরে উপজেলার ধারাবাশাইল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্হলে পৌছে স্হানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রন করে।

কোটালীপাড়া উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান রোববার দুপুরে উপজেলার ধারাবাশাইল বাজারে সাধন বৈদ্যর ওয়ার্কশপে গ্যাস দিয়ে ঝালাইয়ের কাজ করার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। এ সময়ের মধ্যে সাধন বৈদ্যের ওয়ার্কশপ, রিপন বিশ্বাসের ঔষধের দোকান, কাজী আলীমের ওয়ার্কশপ, অনিল বিশ্বাসের কাপড়ের দোকান, রবিউলের ওয়ার্কশপ ও অমল দাসের লন্ডির দোকান পুড়ে যায়।

কান্দি ই্উপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ জানান দুপুর দেড়টার দিকে সাধন বৈদ্যের ওয়ার্কশপ থেকে আগুনের সুত্রপাত হয় এবং মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরলে ৫ টি দোকান পুরে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোক এসে স্হানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনের খবর পেয়ে কান্দি ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ,কান্দি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শিক্ষক মনিন্দ্রনাথ রায়,সাধারণ সম্পাদক তুষার মধুসহ স্হানীয় নেতাকর্মিরা ঘটনাস্হলে ছুটে আসেন।, এ ঘটনার পর ক্ষদিগ্রস্থরাসরকারের কাছে সাহায্যের দাবি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ