Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা দিচ্ছে মহানগর ছাত্রলীগ

বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ৭:২৫ পিএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ময়মনসিংহে অসহায় মানুষের বিনামূল্যে ওষুধ বিতরণসহ ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা কার্যক্রম চালু করেছে মহানগর ছাত্রলীগ।
রোববার বিকেলে নগরীর নতুন বাজার এলাকায় বিনামূল্যে এ চিকিৎসা সেবা চালু করেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনি।
এতে ময়মনসিংহ মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসান, চট্টগ্রামের ইউএসটিসি’র শেষ বর্ষের ছাত্র মারুফ হাসান পুলক ও ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শোয়েব ইবনে আলভীর সমন্বয়ে গঠিত টিম বিনামূল্যে ঔষধ সামগ্রীসহ স্বাস্থ্যসেবা দিচ্ছেন।
এ বিষয়ে নওশেল আহমেদ অনি বলেন, ‘দেশের এই দু:সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভাই নির্দেশ দিয়েছেন। সে প্রেক্ষিতেই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগরপিতা ইকরামুল হক টিটু ভাইয়ের পরামর্শে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম চালু করেছি। পর্যায়ক্রমে নগরের ৩৩টি ওয়ার্ডে এই কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ