Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবহণ চালুর দাবিতে পঞ্চগড়ে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ৫:৩৯ পিএম

পরিবহণ সেবা চালুর দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে কর্মহীন হয়ে পড়া পরিবহণ শ্রমিকরা। গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে অবস্থান নেয় কর্মহীন পরিবহণ শ্রমিকরা। সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। এ সময় করতোয়া সেতুসহ মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটক পড়ে। রমজানের মধ্যেও চরম দুর্ভোগে পড়েন পথচারিরা। 

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, লকডাউন শুরুর পর থেকেই তারা কর্মহীন হয়ে ঘরে পড়ে রয়েছেন। ধার দেনা করে খুব সংকটে কাটছে তাদের দিন। সরকারি ত্রাণ সহায়তাও তাদের ভাগ্যে জোটেনি। কেউ কেউ ত্রাণ সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল পেলেও তা কয়েকদিনেই ফুরিয়ে গেছে। এমনকি শ্রমিক নেতারাও তাদের পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ করেন তারা। তাদের দাবি, সরকার ক্রমান্বয়ে সবকিছু শিথিল করলেও কেবল মাত্র পরিবহণ সেবা চালু করছে না। তাই দিন এনে দিন খাওয়া শ্রমিকরা ত্রান চান না, চান কাজের সুযোগ। তাই তারা অবিলম্বে পরিবহণ সেবা চালুর দাবি জানান।
ইলিয়াস আলী নামের আরেক শ্রমিক বলেন, যতদিন লকডাউন থাকবে আমাদের ততদিনের খাবার দিতে হবে আর তা হলে পরিবহণ খুলে দিন। আমরা সরকারের কাছে বলতে চাই ´হয় আমাদের বাঁচান আর না হয় আমাদের কাফনের কাপড় কিনে দেন।´
সড়ক অবরোধের খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ত্রাণ সহায়তা পাশাপাশি লকডাউনের নির্দেশনা অমান্য করে চলা যানবাহনগুলোর বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে দুপুর ১ টায় তারা অবরোধ তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, শ্রমিকরা পরিবহণ চালুর দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। কিন্তু আমরা কেন্দ্রীয় নির্দেশনা ছাড়া তা সম্ভব নয় বলে তাদের জানাই। তারা দাবি তোলে লকডাউনের মধ্যেও অনেক যানবাহন চলছে। আমরা তাদের আশ্বস্ত করেছি যে লকডাউনের মধ্যেও নির্দেশনা অমান্য করে যেসব যানবাহন চলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া যেসব শ্রমিক ত্রাণ সহায়তা পায়নি সোমবার (আজ) তাদের ত্রাণ দেয়া হবে। পরে তারা অবরোধ তুলে নেয়।



 

Show all comments
  • শওকত আকবর ১০ মে, ২০২০, ৫:৫৫ পিএম says : 0
    আসলে আমরা ধৈর্য সহনশিল নই।দেশের আজকের করোনাক্রান্ত সংখ্যা শীর্ষে।কি ভাবে এখনই পরিবহন চালু করার দাবী সংগত?দুরের বিপদ কাছে ডেকে আনা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ