বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালীর প্রধান বাণিজ্য নগরী চৌমুহনীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউন ও আইসোলেশন ভেঙে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ১লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানের মালিক রাজন সাহা করোনা ভাইরাসে আক্রান্ত।
রবিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, গত ২৯এপ্রিল বুধবার চৌমুহনী কালিতলা রোডের গগন সাহার আড়ৎ’এর মালিক রাজন সাহার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরআগে করোনা উপসর্গ নিয়ে তার প্রতিষ্ঠানের এক কর্মকর্তা মারা যান। যার বাড়ী ছিল কুমিল্লা জেলার লাকসাম উপজেলায়। পরবর্তীতে ওই প্রতিষ্ঠানের আরও দুই কর্মচারীরও করোন পজিটিভ আসে। রাজন সাহার করোনা শানাক্ত হওয়ার পর তার দুটি ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন করে দিয়ে স্ব-পরিবারে তাকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এ নির্দেশ অমান্য করে সে কালিতলা রোডের তার দু’টি ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসা করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে তার ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা পাওয়া তাকে এক লাখ টাকা অর্থদ- করা হয়েছে।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, জরিমানার পাশাপাশি তাকে পুনঃরায় স্ব-পরিবারে আইসোলেশনে পাঠানো হয়েছে। দ্বিতীয়বার লকডাউন করা হয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান দু’টি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।