বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুরের মঠবাড়িয়ায় পবিত্র ঈদ-উল ফিতর পর্যন্ত মুদি, কাঁচা বাজার ও কৃষি পন্য ছাড়া শপিং শণসহ সকল প্রকার দোকান বন্ধ থাকবে। মুদি, কাঁচা বাজার ও কৃষি পন্যেও দোকান সকাল ৮টা থেকে ১২ পর্যন্ত খোলা থাকবে।
রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে ইউএনও ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় পৌর মেয়র ও উপজেলা আঃলীগ সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলী হাসান, থানা অফিসার ইনচার্জ মাসুদ্দুজ্জামান মিলু, ইসলামী ফাউন্ডেশন, বনিক সমিতির সভাপতি/সম্পাদক, সাংবাদিক ও মাইক্রোবাস চালক সমিতির নেতৃবৃন্ধ উপাস্থিত ছিলেন।
এছাড়া সভায় মঠবাড়িয়া পৌর শহরের মাছের বাজার কে এম লতীফ ইনস্টিটিউশন মাঠে স্থানান্তর করার সিদ্ধান্ত, সীমান্ত এলাকায় টহল জোরদারের সিদ্ধান্ত এবং মসজিদে মুসল্লীদের সরকারী স্বাস্থ্য বিধি মেনে চলারও আহবান জানান হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।