Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদী বাজারে প্রথমদিনেই প্রচন্ড ভীড়, কেউ মানছেনা সরকারি নির্দেশনা

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ৪:৪৫ পিএম

করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টি মাথায় রেখে সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে দোকান ও শপিংমল খোলার অনুমতি দানের প্রথম দিনেই আজ রবিবার ঈশ্বরদী বাজারে উপচেপড়া ভীড় লক্ষ্য করাগেছে। কেউ মানছেনা সরকারি নির্দেশনা। স্বাভাবিক সময়ের মতোই গায়ে গা লাগিয়ে চলাচলকরছে বাজারের অলিগলি দোকানপাট ও শপিংমলে। চলছে বেচাকেনা। কারো আচরনেই মনে হচ্ছে না যে করোনা নামক মহামারি ছড়িয়ে পড়েছে সারা বিশ্ব ব্যাপী। সারাদেশ আক্রান্ত করোনায়। মৃত্যু পরোয়ানা ঝুলছে মাথার ওপর। পাত্তাই দিচ্ছে না সরকারি বিধিনিষেধ। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবিরের নেতৃত্বে পুলিশ প্রশাসন, শিল্প ও বনিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে সমিতির কর্মচারী ও সদস্যবৃন্দ হ্যান্ড মাইকে গলিতে গলিতে, বাজারের প্রবেশ পথে ক্রেতা বিক্রেতাদের বারবার সরকারি নির্দেশনা মানার আহবান জানালেও কেউ পাত্তা দিচ্ছে না। বিষয়টি সকল সচেতন মহলের কাছে কষ্ট ও আতংকের কারণ হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা অমান্যকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্হা গ্রহণের হুমকি দেয়ার পরও কেউ তোয়াক্কা করছে না। ওদিকে আগামীকাল থেকে বাজারে আরও ভীড় বাড়তে থাকবে বলে সচেতন মহল মনে করেন। এদিকে উদ্ভুত পরিস্থিতির কারনে জনমনে হতাশা সৃষ্টি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ