Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিয়ে নেয়া হলো অবৈধ স্থাপণা

কলাপাড়া (পটুয়াখালী) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ৩:৪২ পিএম

পটুয়াখালীর মৎস্য বন্দর মহিপুর বাজারের মধ্যে চলাচলের পথ রোধ করে নির্মাণ করা অবৈধ স্থাপনা অবশেষে সরিয়ে নেয়া হয়েছে। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা জগতবন্ধু মন্ডলের নির্দেশে রবিবার দুপুরের দিকে সরিয়ে ফেলা হয়।
মহিপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কেন্দ্রীয় জামে মস্জিদ মাঠের দক্ষিন পার্শ্বের সংযোগ সড়ক বন্ধ করে শনিবার অবৈধভাবে ২টি টিনের ঘর নির্মাণ করে জয়নাল আবেদীন ও কামাল হোসেন নামের দুই ব্যক্তি। এনিয়ে মসজিদ কমিটির সাধারন সম্পাদক শাহ আলম হাওলাদার সহ মুসুল্লীরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করেন। এক পর্যায়ে মুসুল্লীরা মহিপুর তহসিলদারকে অবৈধ স্থাপণা সরিয়ে নেয়ার জন্য চাপ সৃষ্টি করেন। অবশেষে এসিল্যান্ডের নির্দেশ ক্রমে রবিবার দুপুরে জয়নালের ঘরটি সরিয়ে দেয়া হয়। অপর ঘরটি এখনও সরিয়ে নেয়া হয়নি। মসজিদে প্রবেশের সংযোগ সড়ক থেকে অবৈধ স্থাপণাটি সরিয়ে নেওয়ায় মুসুল্লীরা ভূমি প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
মহিপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আঃ আজিজ বলেন, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার নির্দেশে মসজিদের সংযোগ সড়ক থেকে জয়নালের টিনের ঘরটি সরিয়ে দেয়া হয়েছে। কামাল হোসেন কে তার ঘরটি সরিয়ে নেয়ার জন্য বলা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন, অবৈধভাবে ঘর নির্মানের কথা শুনে তহসিলদারকে সরিয়ে দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। এরপরও ঘর না সরালে আইনী ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ