পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশে করোনা আক্রান্তদের ৫৮ ভাগই ঢাকা শহরে। সংখ্যাতত্তে¡র হিসাবে এই অংক ৫ হাজার ৬৭৪ জন। ঢাকার মধ্যে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত রাজারবাগে। স্বাস্থ্য অধিদপ্তরের গত ৮ মে’র হিসেব অনুযায়ী রাজারবাগে ২০০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এরপর কাকরাইল ১৭৩ জন, যাত্রাবাড়ী ১৬৯ জন, মুগদা ১৪৯ জন, মহাখালী ১৪৬ জন, মোহাম্মদপুর ১২৬ জন আক্রান্ত হয়েছে।
গত ৮ মে পযন্ত দেখা গেছে- আব্দুল্লাহপুর দুইজন, আফতাবনগর একজন, আদাবর ২০ জন, আগারগাঁও ৪৭ জন, আমিনবাজার দুইজন, আমলাপাড়া দুইজন, আরামবাগ সাতজন, আরমানিটোলা তিনজন, আসাদগেট একজন, আশুলিয়া দুইজন, আশকোনা একজন, আজিমপুর ২৫ জন। বাবুবাজার ৭৮ জন, বাড্ডা ৫৫ জন, বেইলি রোড ১৩ জন, বকশিবাজার পাঁচজন, বারিধারা আটজন, বনশ্রী ছয়জন, বনানী ২৫ জন, বাংলা মোটর ছয়জন, বংশাল ৭১ জন, বানিয়ানগর একজন, বাসাবো ৪৭ জন, বিজয়নগর একজন, বসুন্ধরা ১৯ জন, বেগুনবাগিচায় চারজন, বেগম বাজার একজন, বেড়িবাঁধ একজন, বকশিবাজার পাঁচজন, বছিলা একজন, বুয়েট এলাকায় একজন।
ক্যান্টনমেন্ট ১০ জন, সেন্ট্রাল রোড দুইজন, চাঙ্খারপুল ৩৭ জন, চকবাজার ৪৯ জন, দনিয়া নয়জন, দক্ষিন খান একজন, ঢাকেশরী একজন, ডেমরা ১৮ জন, ধানমন্ডি ৫৭ জন, ধলপুর নয়জন, ধোলাইপাড় ছয়জন, ধোলাইখাল দুইজন, দয়াগঞ্জ তিনজন, এলিফ্যান্ড রোড ১২ জন, ইস্কাটন ২৪ জন, ফরিদাবাদ একজন, ফকিরাপুল তিনজন, ফরাসগঞ্জ দুইজন, ফার্মগেট ৩২ জন, গেন্ডারিয়া ৫৮ জন, গোলারটেক একজন, গোড়ান ১৩ জন, গোলাপবাগ সাতজন, গণকটুলি চারজন, গোপীবাগ ২৯ জন, গ্রীন রোড ২২ জন, গুলিস্থান ১০ জন, গুলশান ৫৪ জন।
হাতিরঝিল ছয়জন, হাতিরপুল নয়জন, হাজারীবাগ ৪০ জন, ইব্রাহিমপুর ছয়জন, ইসলামবাগ তিনজন, ইসলামপুর ছয়জন, জেলগেট দুইজন, যাত্রাবাড়ী ১৬৯ জন, জিগাতলা নয়জন, জুরাইন ৩৮ জন, কাফরুল দুইজন, কল্যাণপুর ১০ জন, কলাবাগান ১৩ জন, কাকরাইল ১৭৩ জন, কাঠালবাগান ছয়জন, কমলাপুর ছয়জন, কাজলা তিনজন, কামরাঙ্গীরচর ৪০ জন, কাজীপাড়া ১০ জন, কাওরান বাজার ১৫ জন, করাতিটোলা একজন, কসাইটুলি একজন, কচুক্ষেত একজন।
খিলগাঁও ৫৯ জন, খিলক্ষেত চারজন, কলতা বাজার, একজন কদমতলী ১০ জন, কোতোয়ালী ১৫ জন, কুতুবখালী ছয়জন, কুড়িল চারজন, লালমাটিয়া পাঁচজন, লালবাগ ৯৮ জন, লক্ষীবাজার ১৮ জন।
এছাড়, মাদারটেক পাঁচজন, মালিটোলা চারজন, মালিবাগ ৮৩ জন, মাটিকাটা চারজন, মান্ডা ২৬ জন, মানিকনগর ২৩ জন, মানিকদী একজন, মাতুয়াইল পাঁচজন, মেরাদিয়া সাতজন, মীর হাজারীবাগ পাঁচজন, মিরপুর ১ নাম্বারে ৩৬ জন, ২ নাম্বারে নয়জন, ৬ নাম্বারে ১২ জন, ১০ নাম্বারে ১৯ জন, ১১ নাম্বরে ৩৮ জন, ১২ নাম্বরে ১৯ জন, ১৩ নম্বরে পাঁচজন, ১৪ নম্বরে ৪০ জন, মিটফোর্ড ৩৮ জন, মগবাজার ৬৫ জন, মনিপুর একজন, মহাখালী ১৪৬ জন, মোহনপুর একজন, মোহাম্মদপুর ১২৬ জন, মতিঝিল সাতজন, মুগদা ১৪৯ জন।
নয়াবাজার চারজন, নাজিরাবাজার দশজন, নারিন্দা ২৪ জন, নিউমার্কেট ১১ জন, নীলক্ষেত চারজন, নাখালপাড়ায় ১৯ জন, নয়াবাজার নয়জন, নিমতলি নয়জন, নিকুঞ্জ একজন, পান্থপথ ১৮ জন, পল্লবী ১২ জন, পল্টন ৩২ জন, পিরেরবাগ সাতজন, পোস্তগোলা সাতজন, পুরানা পল্টন ২৭ জন, রাজারবাগ ২০০ জন, রামপুরা ৪১ জন, রমনা ৩৮ জন, রসুলবাগ চারজন, রায়েরবাগ নয়জন, রাজাবাজার ১৪ জন, রসুলপুর একজন, রূপগঞ্জ একজন, রায়েরবাজার নয়জন।
সবুজবাগ সাতজন, সদরঘাট চারজন, শাহজাদপুর ২১ জন, সায়েদাবাদ ১১ জন, সেগুনবাগিচা ছয়জন, সাইন্সল্যাব একজন, শাহবাগ ৫৯ জন, শাঁখারীবাজার ৩১ জন, শান্তিবাগ ১৪ জন, শ্যামপুর চারজন, শান্তিনগর ২২ জন, শ্যামলী ৫৩ জন, শেওড়াপাড়া নয়জন, শেখেরটেক একজন, সোয়ারীঘাট তিনজন, সিপাহীবাগ দুইজন, সিদ্ধেশ্বরী চারজন, শনির আখড়া ১৭ জন, স্বামীবাগ ৪৭ জন, শেরেবাংলানগর ১০ জন, সুত্রাপুর ২৯ জন।
টোলারবাগ চারজন, তাতিবাজার ১০ জন, টিকাটুলি ২২ জন, তেজকুনিপারা তিনজন, তেজগাঁও ৯৮ জন, তুরগ একজন, তেজতুরী বাজার পাঁচজন, টঙ্গী ১৩ জন, টোলারবাগ ১৯ জন, উর্দু রোড একজন, উত্তরা ৮০ জন, ভাটারা পাঁচজন, ভাষানটেক দুইজন ও একজন ওয়ারী ৫১ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।