বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাস সংক্রমণরোধে টাঙ্গাইল জেলা কারাগার থেকে বিভিন্ন মামলায় লঘুদন্ডপ্রাপ্ত ৪৯ জন কয়েদী মুক্তি পেয়েছে। শনিবার সন্ধ্যায় এই মুক্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এদের দন্ড মওকুফ করায় তাদের মুক্তি দেওয়া হয়।
টাঙ্গাইল কারাগার সূত্র জানায়, টাঙ্গাইল কারাগাওে বন্দি এক মাস থেকে এক বছরের দন্ডপ্রাপ্ত ৭৭ জন কয়েদীর দন্ড মওকুফ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে আট জনের সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা আগেই মুক্তি পেয়েছেন। বাকি ৬৯ জনের মধ্যে ২০ জনের দন্ড মওকুফ হলেও জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় তাদের কারাম্ুিক্ত হয়নি। ৪৯জনকে মুক্তি দেওয়া হয়েছে।
টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, করোনাভাইরাসের কারনে সরকার লঘুদণ্ডপ্রাপ্ত বন্দিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টাঙ্গাইল কারাগারে বন্দি তিন শতাধিক দন্ডপ্রাপ্তর তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিন দফায় ৮৭ জনের দন্ড মওকুফ করা হয়েছে।
প্রসঙ্গত, টাঙ্গাইল জেলা কারাগারে বন্দি ধারণ ক্ষমতা ৪৬৭ জন কিন্তু এখানে বন্দি রয়েছেন এক হাজার একশত এগারোর জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।