Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার শাশুড়ির অনুরোধে নাচলেন মিথিলা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ৭:৫৭ পিএম

শুক্রবার ( ৮ মে) ছিলো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকী। বিশ্বকবির জন্মদিন উপলক্ষে দুই বাংলায় প্রতিবছর নানা উৎসবের আয়োজন করা হয়। তবে এবার সেটি সম্ভব হয়নি। ইতোমধ্যে এর কারণ সবারই জানা। তবে ঘরে বসেই সোশ্যাল মিডিয়ায় শোবিজ তারকারা রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা জানিয়েছেন।

সেরকমই একজন মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। হোম কোয়ারেন্টিনে থেকেই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে নৃত্য পরিবেশন করলেন তিনি।

জানা গিয়েছে, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে মিথিলার বর্তমান স্বামী ও নির্মাতা সৃজিত মুখার্জির মা সুমিতা দেবীর শ্রীময়ী ক্লাব আয়োজন করেছিলো ভার্চুয়াল অনুষ্ঠানের। আর এতে শাশুড়ির অনুরোধে নাচলেন মিথিলা।

সেই নাচের ভিডিওটি মিথিলা নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, ঘরের এক পাশে অবস্থান নিয়ে রবীন্দ্র সংগীতের তালে নেচে যাচ্ছেন তিনি। পড়নে ছিলো ঘিয়ে রঙের একটি শাড়ি। এমন কান্ডে দু’হাত দিয়ে লজ্জায় চোখ ঢেকে ফেলা ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘প্রায় ১৫ বছর পরে নাচলাম! আমার ভারত মাতা (শাশুড়ি) সুমিতা দেবীর শ্রীময়ী ক্লাবের রবীন্দ্র জয়ন্তীর ভার্চুয়াল অনুষ্ঠানের জন্য। ১৫ বছর লম্বা সময়...আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে সবাই। সকলকে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা।’

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে দক্ষিণ কলকাতায় সৃজিতের বাড়িতে রেজিস্ট্রি করে গাটছাড়া বাঁধেন মিথিলা। বর্তমান পরিস্থিতির কারণে দু´জন নিজ নিজ দেশে অবস্থান করছেন। তবে তারা একে অপরকে যে মিস করছেন সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া খেয়াল করলে বেশ ভালোই বোঝা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ