Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরার ৫ গ্রামে কালবৈশাখী শতাধীক বাড়িঘর বিধ্বস্ত

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ৭:৪৬ পিএম

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের পাঁচটি গ্রামে কালবৈশাখী ঝড়ে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। শনিবার ভোরের এ ঝড়ে ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বেশি ক্ষতিগ্রস্ত আজমপুর গ্রামের বাড়িঘর বিধস্ত পরিবারের সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছেন।

আজমপুর গ্রামের মুক্তিযোদ্ধা তোবারোক হোসেন মোল্লা জানান, ভোরে কিছু বুঝে ওঠার আগেই কালবৈশাখী ঝড়ে তাদের ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। কারো কারো ঘরের উপর গাছ উপড়ে পড়েছে। ঝড়ে বাড়িঘর, গাছপালা ও মাঠে থাকা বোরো ধান, আম, লিচুসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় তারা এখন পথে বসেছেন। অনেকে খোলা আকাশের নিচে বসবাস করছেন।

জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম জানান, ভোরে কালবৈশাখী ঝড়ে জগদল ইউনিয়নের পাঁচটি গ্রামের কাঁচা-আধাপাকা শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আজমপুর গ্রামের বাসিন্দারা। এ গ্রামের প্রায় ৫০টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ও প্রশাসন ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ