Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুরে প্রতিবন্ধী এক কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল কৃষকলীগ

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ৩:৫৭ পিএম

করোনা ভাইরাসের কারণে পাকা ধান কাটতে না পারা ময়মনসিংহের ফুলপুর উপজেলার দিশাহারা কৃষকদের পাশে দাঁড়িয়েছে কৃষকলীগের নেতা-কর্মীরা। করোনা পরিস্থিতিতে ধান কাটার শ্রমিক না পাওয়ায় বর্তমানে কৃষকলীগের স্থানীয় নেতাকর্মীরা কৃষকের ধান কাটা, ধান বাড়ি নেওয়া ও মাড়াই করে দিচ্ছেন।তারই অংশ হিসাবে ময়মনসিংহের ফুলপুর উপজেলার কৃষকলীগ নেতা-কর্মীরা শনিবার সকাল থেকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দেওলা গ্রামের মুক্তিযোদ্ধা আঃ কদ্দুছের প্রতিবন্ধী ছেলে গোলাম কিবরিয়ার ৯৫ শতাংশ জমির ধান কেটে এবং মাথায় করে বাড়ীতে পৌঁছে দেওয়া হয়।

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি´র উৎসাহে এবং বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশে ধান কাটার কাজে সহায়তা করেছেন ফুলপুর উপজেলা কৃষকলীগের আহবায়ক ডাঃ জালাল উদ্দিন, যুগ্ম-আহবায়ক রুস্তুম আলী আকন্দ ভোলন, যুগ্ম-আহবায়ক নাজমুল ইসলাম, রামভদ্রপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রেজাউল করিম সরকার করিম সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের কৃষকলীগ নেতৃবৃন্দ।দেশের এই সংকটময় মুহূর্তে কৃষকদের পাশে দাঁড়িয়ে কৃষকলীগের নেতাকর্মীরা যে দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন সে কারণে খুশি এলাকাবাসী ও কৃষকরাও।

প্রতিবন্ধী কৃষক গোলাম কিবরিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষকলীগ শুধু রাজনীতি করে না এরা সব কাজের কাজী। আজ কৃষকলীগ যে ভাবে আমার ধান কেটে দিয়েছে এতে এটাই প্রমানিত হয়েছে কৃষকলীগ মানব সেবা়সহ দেশের উন্নয়ন কাজেও গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে। আজ যদি তারা আমার ধান কেটে না দিত তাহলে শ্রমিকের অভাবে হয়তো আমার ধান নষ্ট হয়ে যেত। আমি কৃষকলীগ নেতাদের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই। আর মামনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের মন্ত্রী শরীফ আহমেদের দীর্ঘায়ু কামনা করি।

ফুলপুর উপজেলা কৃষকলীগের আহবায়ক ডাঃ জালাল উদ্দিন ও যুগ্ম আহবায়ক রুস্তুম আলী আকন্দ ভোলন বলেন, করোনা পরিস্থিতির কারণে ফুলপুরে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক না পাওয়ায় নিজ জমির পাকা ধান কাটতে পারছেন না কৃষকরা। তাই "কৃষকরত্ন" প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নানা পেশাজীবীর লোকজনকে সঙ্গে নিয়ে কৃষকদের পাশে থেকে স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ