Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বকেয়া বেতন ও বোনাস ২০ রোজার পূর্বেই পরিশোধ করুন

-বি এন ই এফ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ১২:০২ এএম

বিভিন্ন গণমাধ্যম কর্মচারীদের ২০ রোজার আগেই বকেয়া বেতনসহ বোনাস পরিশোধের আহবান জানিয়েছে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারীদের সংগঠন (বি এন ই এফ)।
গতকাল শুক্রবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি মো. মতিউর রহমান তালুকদার বলেন, শতাধিক গণমাধ্যমের কর্মচারীরা গত কয়েক মাস যাবত বেতন ভাতা পাচ্ছেন না। মিডিয়াভ‚ক্ত গণমাধ্যম কর্মচারীদের অবস্থা অত্যন্ত ভয়াবহ।
করোনা মহামারির মধ্যে লকডাউন পরিস্থিতির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করার পরও বেতন ভাতা নিয়ে তাল বাহানা করা অমানবিক। অন্যদিকে, এই দুর্যোগের মুহূর্তে অনেক পত্রিকা কর্মী ছাঁটায়ের মহোৎসবে শামিল হয়েছে যা প্রধানমন্ত্রীর নির্দেশনাকে চ্যালেঞ্জ করার শামিল।
করোনার অজুহাতে অমানবিক আচরণ করা ঐ সকল গণমাধ্যম সমূহকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকল মহলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণমাধ্যম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ