Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুস্থ হয়ে ফিরলেন নারী-শিশুসহ ১১

করোনা থেকে ফেরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ১২:০২ এএম

দিন দিন করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলছে। প্রতিদিন মৃত্যু তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন নাম। এরমধ্যে আশার খবর হলো, করোনা জয় করে অনেকেই সুস্থ হয়ে ফিরে আসছেন স্বাভাবিক জীবনে। পটুয়াখালীতে ৮০ বছরের বৃদ্ধা, ময়মনসিংহে ৭৫ বছর বয়সী এক চিকিৎসক করোনা জয় করে সুস্থ হয়েছেন। এদিকে, মেহেরপুরের মুজিবনগরে করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মী সুস্থ হয়েছেন। মাদারীপুরের রাজৈরে করোনা জয় করেছেন মা ও তিন বছরের শিশু। করোনা জয়ীদের নিয়ে ডেস্ক রিপোর্ট-
পটুয়াখালী : পটুয়াখালীতে করোনা মুক্ত হয়ে আইসোলেশন কেন্দ্র থেকে বাড়ি গিয়েছেন এদের মধ্যে ৭ জনই নারী। দুমকীর খাদিজা বেগম (৩২) তার ভাই দুলাল চৌকিদার গত ৯ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পরে পরিবারের সদস্যদের সংগ্রহীত নমুনায় পজেটিভ চিহ্নিত হয় ১২ এপ্রিল। ২৫ দিন করোনার সাথে যুদ্ধ করে মহান আল্লাহর রহমতে বাড়ি ফিরেছেন খাদিজা বেগম।
দুমকী উপজেলার স্বাস্থ্য কেন্দ্রর উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মেরিনা বেগম হোম আইসোলেশন থেকে চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন, এবং কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের ইভা বেগম (২৬) বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে আসছেন। গতকাল বাউফলের আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়িতে গেছেন ৮০ বছরের বৃদ্ধা ফারজানা আজিমুন নেছা, হনুফা বেগম (৪০), হাওয়া বেগম (৫০), ওফারজানা (১৪)।
ময়মনসিংহ : স্বাস্থ্যবিধি মেনে চলা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ খাওয়া, পরিবারসহ স্বজন আর শুভানুধ্যায়ীদের অনুপ্রেরণা আর ভালবাসায় করোনাকে জয় করলেন ময়মনসিংহের ৭৫ বছর বয়সী ডা. পি এন সরকার। গত বৃহস্পতিবার ডা. পি এন সরকারে করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। চিকিৎসাকালীন সময়ে তিনি নিজ বাসাতেই ছিলেন।
পি এন সরকার মোবাইল ফোনে জানান, গত ১৯ এপ্রিল করোনা পরীক্ষায় তার ফল পজেটিভ আসে। ওই সময় তার কাশির লক্ষণ ছিল। রোগীর সংস্পর্শের কারণেই এমন হতে পারে বলে ধারণা ডা. পিএন সরকারের।
এরপর তিনি শহরের পন্ডিতাপাড়ায় নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। এ সময় তিনি প্রোটিন জাতীয় খাবার বেশি খেয়েছেন। আর গরম পানি, চা এসব বেশি খেয়েছেন। গোসল করেছেন গরম পানি দিয়ে। কিছু ঔষধও তিনি সেবন করেছেন। তাকে সেবা দিয়ে সুস্থ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভ‚মিকা রেখেছেন স্ত্রী অনিমা দেবনাথ এবং কন্যা ডা. নন্দিনী সরকার।
মুজিবনগর (মেহেরপুর) : মুজিবনগরে ১৪ দিন হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি। তিনি মুজিবনগর ব্র্যাক অফিসের যক্ষা বিভাগের স্বাস্থ্যকর্মী। গত ২২ এপ্রিল মুজিবনগরসহ মেহেরপুর জেলায় পাঁচজনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসলে ওই স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ ধরা পড়ে।
তারপর তার বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয় এবং তাকে ১৪ দিনের হোম আইসোলেশনে রাখা হয়। আইসোলেশনে থাকা অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলে। হোম আইসোলেশনে থাকা অবস্থায় ১৪ দিনের মধ্যে দুইবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে নেগেটিভ রিপোর্ট আসে। গতকাল সকালে তার শেষ রিপোর্ট নেগেটিভ আসায় তাকে ঝুঁকিমুক্ত ঘোষণা দেয় উপজেলা স্বাস্থ বিভাগ। এছাড়া আগামী আরও ১৪ দিন তাকে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
রাজৈর (মাদারীপুর) : মাদারীপুরের রাজৈরে করোনা জয় করে গত বৃহস্পতিবার দুপুরে এক নারী (২২) ও তার তিন বছরের শিশু সন্তান বাড়িতে ফিরেছেন। এর আগে গত রোববার বাড়ি ফিরেছেন শিশুর পিতা সুমন মুন্সী। এক পরিবারের তিনজনের সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিভিন্ন উপহার দিয়েছে।
সূত্র জানায়, উপজেলার কোদালিয়া বাজিতপুর গ্রামের সুমন মুন্সী নামে এক ব্যক্তি করোনা আক্রান্ত হন। তিনি ঢাকার কদমতলীতে একটি ফলের দোকানের কর্মচারী। রাজৈর হাসপাতাল কর্তৃপক্ষ স্ত্রী ও শিশু সন্তানসহ তাকে কোয়ারেন্টিনে রেখে নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়। ১১ এপ্রিল সুমনের করোনা শনাক্ত হলে তার স্ত্রী ও শিশুর নমুনা পরীক্ষা করা হয়। তখন তিন বছর বয়সী শিশুর করোনা পজেটিভ হলেও মায়ের নমুনা রিপোর্ট নেগেটিভ আসে। এরপর ২৫ এপ্রিল তিন জনেরই নমুনা পরীক্ষা করা হলে সুমন ও তার সন্তানের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু এবার শিশুর মায়ের রিপোর্ট পজেটিভ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ