Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হঠাৎ করেই হারিয়ে গেলেন সাংবাদিক আসলাম

মাদারীপুরের কালকিনীতে দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ১২:০৩ এএম

যখনই আকাশ দেখবে/ দেখবে তারারা ভাসছে- নিজের গানের কথার মতোই দূর আকাশে হঠাৎ করেই যেন হারিয়ে গেলেন আসলাম রহমান। তার বন্ধু-বান্ধব, সহকর্মীরা যখনই আকাশ দেখবে, দেখবে তারারা ভাসছে। তারাদের সাথে মিশে আছেন হাসোজ্জ্বল আসলামও।
করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ভোরের কাগজের সাংবাদিক আসলাম রহমানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর মাদারীপুরের কালকিনীতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। পরিবারের সদস্যরা জানান, জানাজায় সীমিত পরিসরে অংশ নেয় আত্মীয়স্বজন ও এলাকার মানুষ।
আসলাম রহমান কিছু দিন থেকে জ্বরে ভুগছিলেন। বাসায় থেকে তিনি চিকিৎসাও নিয়েছেন। স¤প্রতি তার শ্বাসকষ্টসহ করোনার কিছু উপসর্গ দেখা দেয়ায় নিশ্চিত হওয়ার জন্য তার পরীক্ষা করা হয়। গত বুধবার তার করোনার রিপোর্ট নেগেটিভ আসে। গত বৃহস্পতিবার রাতে হঠাৎ করে তার অবস্থার অবনতি হলে তাকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আসলাম রহমান স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। পাক্ষিক তারকালোক পত্রিকার মাধ্যমে বিনোদন সাংবাদিক হিসেবে যাত্রা শুরু করেন তিনি। এরপর মানবজমিনেও বিনোদন সাংবাদিক ছিলেন।
আসলাম রহমান একজন গীতিকবি ছিলেন। ‘জ্যোস্নার শহরে একা’ নামে তার একটি গীতিকাব্যের বই রয়েছে। সাংবাদিকতা শুরুর আগে তিনি গানও করতেন। ‘যখনই আকাশ দেখবে, দেখবে তারারা ভাসছে’ নামে তার একটি গানের অ্যালবাম রয়েছে। আসলাম ডিইউজে, ডিআরইউ, জাতীয় প্রেসক্লাব ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ছিলেন। ক্র্যাবে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। অত্যন্ত বিনয়ী, সদালাপি, নিরহঙ্কার, সদা হাসোজ্জ্বল উদীয়মান এই সাংবাদিকের মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আসলাম রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, করোনা মহামারীর এসময় জীবনের ঝুঁকি নিয়ে কর্মরত সাংবাদিকদের আরো একজনকে আমরা হারালাম, যা অত্যন্ত বেদনাদায়ক। এক শোকবার্তায় আইজিপি বলেন, আসলাম ছিলেন নিষ্ঠাবান সাংবাদিক, অত্যন্ত বিনয়ী ও অমায়িকক একজন মানুষ। তার সঙ্গে বাংলাদেশ পুলিশের ছিল সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক পেশাগত সুসম্পর্ক। তার অকাল মৃত্যুতে আমরা এক আপনজনকে হারালাম। আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ