বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনার কারনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পটুয়াখালীর কুয়াকাটায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহ ধরে পৌর শহরের অন্ততঃ ৮টি পর্যটকনির্ভর ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। ওইসব দোকান থেকে সিগারেট, সাবান, প্রসাধণ সামগ্রী ও নগদ টাকা নিয়ে যায়। দোকানের তালা ভেঙ্গে অথবা শিকল কেটে ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
কুয়াকাটা মহাসড়কের ক্ষুদ্র ব্যবসায়ী সুমন জানান, বুধবার দিবাগত রাতে তার দোকান থেকে নগদ টাকা, সিগারেট, সাবান ও বডি স্প্রেসহ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এর আগে সোবাহানের চায়ের দোকান, জাকিরের দোকানসহ কয়েকটি দোকানে গভীর রাতে ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটে। মহিপুর থানার এসআই সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, চোরের উপদ্রব বন্ধে পুলিশি নজরদারি বৃদ্ধিসহ চোর সনাক্তকরনে কাজ করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।