Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী ১০ দিন ভয়াবহ

দেশে সংক্রমণের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন শিথিলের সিদ্ধান্ত আত্মঘাতী

হাসান সোহেল | প্রকাশের সময় : ৭ মে, ২০২০, ১২:০২ এএম

করোনার সংক্রমণ ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও সাধারণ ছুটি (লকডাউন) পালন করছে। করোনা পরিস্থিতিতে দেশের সার্বিক জনস্বাস্থ্য পরিস্থিতি ইতিবাচক রাখতেই এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয় গত ২৬ মার্চ। যদিও অনেকে মনে করেন, এই ধরনের ব্যবস্থাপত্র বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে খুব একটা কার্যকর নয়। আবার দেশের অনেক মানুষ সরকারের এই সিদ্ধান্ত সঠিক ভাবে পালন করছেনা। এতে প্রতিদিনই বাড়ছে নতুন করে করোনা আক্রান্ত ও মৃত্যুর হার। এমন পরিস্থিতিতে গত মঙ্গলবার সরকার সিদ্ধান্ত নিয়েছে, ঈদের কেনাকাটার জন্য দোকানপাট ১০ মে থেকে সীমিত আকারে খোলা রাখার। আর গতকাল ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার জোহরের ওয়াক্ত থেকে স্বাস্থ্যবিধি ও দূরত্ব রক্ষার নিয়মসহ কিছু শর্ত মেনে সুস্থ ব্যক্তিরা মসজিদগুলোতে জামাতে নামাজ পড়তে পারবেন। বিভিন্ন কর্তৃপক্ষের এ ধরনের সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে আগামী ৭-১০ দিন দেশের জন্য ভয়াবহ হবে। সংক্রমণের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।

তারা বলেন, কিছুদিন আগে গার্মেন্টস খুলে দেওয়া হলো আর ১০ মে থেকে যদি দোকানপাট ও শপিং মলও খুলে দেওয়া হয়, তাহলে সে শঙ্কা আরও বহুগুণে বাড়বে। পরিসংখ্যান বলছে, দেশে মোট আক্রান্ত ব্যক্তির প্রায় ৬০ শতাংশই ঢাকা ও নারায়ণগঞ্জে। আর তাই এই দুই এলাকার ব্যাপারে সাবধানতা আরও বেশি প্রয়োজন। চিন্তার বিষয় হলো বেশির ভাগ গার্মেন্টস কারখানাও এই দুই জেলায় ও গাজীপুরেই অবস্থিত। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান বলছে, গতকাল তাদের আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১১ লাখে। অথচ প্রথম ৫০ দিনে মোট আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ছয় হাজারের মতো। আর বাংলাদেশে প্রথম ৫০ দিনে আক্রান্ত হয়েছে প্রায় ১০ হাজার। তাই বোঝা যাচ্ছে, আমাদের দেশে শঙ্কা এখনো রয়েই গেছে।

করোনা সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির একজন সদস্য বলেন, গত ৮ মার্চ দেশে প্রথম রোগী সনাক্ত হয় এবং আমার গত ২৬ মার্চ থেকে ছুটি শুরু করেছিলাম। ছুটি মানে সবাই ঘরে থাকবে। কেউ ঘর থেকে বের হবে না। তাহলে রোগের বিস্তার ঘটবে না, কমিউনিটি ট্রান্সমিশনের (সামাজিক সংক্রমন) মাধ্যমে রোগটি ছড়িয়ে পড়বে না। কিন্তু এক শ্রেনীর লোক সেটি মানছে না। বিশেষ করে তরুণদের মধ্যে এসব নির্দেশনা না মানার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। এতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখন আমদের সনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। এখন আবার গার্মেন্টসহ বিভিন্ন্ শিল্প কারখান খুলে দেয়া হচ্ছে, শপিং মল, মসজিদ খুলে দেয়া হচ্ছে। এসব আত্মঘাতি সিদ্ধান্তের কারণে সংক্রমনের হার অনেক বাড়া স্বাভাবিক।

এ প্রসঙ্গে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহিদুর রহমান বলেন, আমাদের দেশে করোনাভাইরাসের সংক্রমণ হার বর্তমানে ঊর্ধমুখী। গত কয়েকদিনে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জে মানুষ যেভাবে লকডাউন অমান্য করেছে, আগামী ৭-১০ দিন দেশে সংক্রমণের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। তাই প্রতিটি মুহুর্ত এখন মূল্যবান। বিশ্বের কোন দেশ সংক্রমণের এই পর্যায়ে লকডাউন শিথিল করা বা তুলে নেয়ার কথা চিন্তাও করেনি। একমাত্র সুইডেন করেছিল এবং মাত্র ২ সপ্তাহের মধ্যেই সেই ভুলের মাশুল তারা দেয়া শুরু করেছে। প্রতিদিন বাড়ছে তাদের মৃত্যু সংখ্যা। এখন তারা নিজেরাই নিজেরদের ভুলের জন্য অনুশোচনা করছে। লকডাউন শিথিল করার নামে যে কয়েকটি আত্মঘাতী সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে, সেগুলো অবিলম্বে বাতিল করাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রত্যাশা করছেন তিনি।

এদিকে তৈরি পোশাক কারখানা খোলা ও দোকানপাটে আনাগোনা বেড়ে যাওয়ায় সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ কিছু বেড়েছে। যেহেতু এখন স্বাভাবিকভাবেই মার্কেট খোলা হয়েছে (খোলার সিদ্ধান্ত হয়েছে), গার্মেন্ট খোলা হয়েছে, দোকানপাটে আনাগোনা বাড়ছে- কাজেই সংক্রমণ যে বৃদ্ধি পাবে, এটি আমরা ধরেই নিতে পারি। আমাদের যতটুকু সম্ভব এটি নিয়ন্ত্রণে রাখতে হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশব্যাপী চলমান লকডাউন খোলার ব্যাপারে ১৭ সদস্যের বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত করোনা টেকনিক্যাল কমিটি সরকারকে পরামর্শ দেবে। একই সঙ্গে ঈদে শপিং মল, দোকানপাট বন্ধ রাখা হবে কিনা সে ব্যাপারেও কমিটি সরকারকে পরামর্শ প্রদান করবে। দেশের এ উচ্চ শ্রেণির বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে সরকার। তারপর সরকারের যে নির্দেশনা থাকবে, সে অনুযায়ী কাজ করা হবে।

কিন্তু টেকনিক্যাল কমিটির এ ধরনের সিদ্ধান্ত দেয়ার কোন এখতিয়ার নেই বলে জানান কমিটির অন্যতম সদস্য প্রফেসর ডা. এম ইকবাল আর্সলান। তিনি বলেন, টেকনিক্যাল কমিটির কার্যপরিধিতে এসব বিষয়ে পরামর্শ দেয়ার কথা উল্লেখ নেই। এ পর্যন্ত লকডাউন শিথিল করার বিষয়ে সব সিদ্ধান্ত আন্তমন্ত্রণালয় কমিটি গ্রহণ করেছে। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে লকডাউন শিথিল করতে যেসব নির্দেশনা দেয়া হয়েছে সেগুলো একপ্রকার আত্মঘাতি।



 

Show all comments
  • Rajon Ahmed ৭ মে, ২০২০, ১:০৩ এএম says : 1
    লকডাউন শিথিলের সিদ্ধান্ত শতভাগ আত্নঘাতী ।দেশ ও মানুষের জীবন বাঁচানোর প্রয়োজনে,এবারের পবিত্র ঈদ কে বির্সজন মনে করা দরকার।বাঁচলে অনেক ঈদ পাওয়া যাবে ।
    Total Reply(0) Reply
  • Mizan Rahman ৭ মে, ২০২০, ১:০৩ এএম says : 0
    Please all of you try to stay home...
    Total Reply(0) Reply
  • Sawon Khan ৭ মে, ২০২০, ১:০৩ এএম says : 0
    After 10 days is that number of quantity will be decreased!!!
    Total Reply(0) Reply
  • MD Mejbauddin Nizami ৭ মে, ২০২০, ১:০৩ এএম says : 1
    ১০০% ঠিক কথা।
    Total Reply(0) Reply
  • Ashiqur Rahman Siddiqui ৭ মে, ২০২০, ১:০৩ এএম says : 0
    ইনসাআল্লাহ্ আল্লাহ্ সব ঠিক করে দিবে।
    Total Reply(0) Reply
  • Khairul Alam Ashrafi ৭ মে, ২০২০, ১:০৩ এএম says : 0
    কেউ কারও কথা শুনে না!!
    Total Reply(0) Reply
  • Monir Hossain ৭ মে, ২০২০, ১:০৪ এএম says : 0
    এসব নিউজ করে সরকারকে নিরুৎসাহিত করার দরকার নাই। সব কিছু খুলে দিক। সারাদেশে যদি ২০০০০ মারা যায়, সরকার বলবে ১২ জন মারা গেছে মাত্র। সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিক। মরন তো একদিন হবেই।
    Total Reply(0) Reply
  • Monir Hossain ৭ মে, ২০২০, ১:০৪ এএম says : 0
    এসব নিউজ করে সরকারকে নিরুৎসাহিত করার দরকার নাই। সব কিছু খুলে দিক। সারাদেশে যদি ২০০০০ মারা যায়, সরকার বলবে ১২ জন মারা গেছে মাত্র। সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিক। মরন তো একদিন হবেই।
    Total Reply(0) Reply
  • Faisal Amin Anik ৭ মে, ২০২০, ১:০৫ এএম says : 0
    1 mash age thekei shuntesi... Prottekta din e voyaboho. Din jacche r voyabohota bartese. Ta chara r ki !
    Total Reply(0) Reply
  • Babul ৭ মে, ২০২০, ১:৩২ এএম says : 1
    হায়রে বাঙালি এখনো শিক্ষা হলো না...
    Total Reply(0) Reply
  • Suzon ৭ মে, ২০২০, ১:৫৭ এএম says : 0
    Muttur mijil suru hole bole
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ৭ মে, ২০২০, ২:৪৫ এএম says : 0
    বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ করোনা ভাইরাস নিয়ে আতঙ্কগ্রস্ত হলেও সরকারের নির্দেশনা আইন শৃংখলা বাহিনীর অক্লান্ত পরিশ্রম নির্দেশনা মানছেনা জনগণের বিরাট অংশই। মানবতার জন‍্য অর্থনীতির জন‍্য মানুষ বাচার জন‍্য সরকার প্রধান সবকিছুই করেছেন। নজির বিহীন লক্ষকোটি টাকার প্রনোদনা কোটি কোটি মানুষের খাদ্য সামগ্রী আইন শৃংখলা বাহিনী সহ নেতৃবৃন্দের এই কর্মসূচি একমাত্র মহামারী ভাইরাসের থেকে বাংলাদেশ কে বাচানোর জন্যে। কিছু মানুষ বিশেষজ্ঞের মতো করে সরকারের সমালোচনা দায়িত্বজ্ঞানহীন কথা বলে যাচ্ছেন ইতিমধ্যে আমাদের জীবনের নিরাপত্তাব্যবস্থা নিয়োজিত হাজারো আইন শৃংখলা বাহিনী আক্রান্ত কিছু শহীদ হলো। আমাদের জীবন বাচানোর গুরুত্বপূর্ণ দায়িত্বে ডাক্তার আক্রান্ত শহীদ বিভীষিকাময় পরিস্থিতিতে সিদ্ধান্ত দেওয়া উচিৎ ছিলো বঙ্গবন্ধুর কন‍্যার কঠোরভাবে দেশে জরুরী অবস্থা তার চায়তে বেশী কিছু করা ফরজ ছিল বিশালসংখ্যক জনগোষ্ঠীকে হরন বাজিয়ে লকডাইনে দিয়ে সময় নষ্ট করা হলো। শৃংখলা জন্য প্রয়োজন ছিল শাসন। মাননীয় প্রধান মন্ত্রী বিশ্ব মানবতার মা আবার দক্ষিণ এশিয়া লৌহ মানবী বিশালাকার ব‍্যাক্তিত্বের জন্যে বিশ্বের প্রভাবশালী নেতা। তাহার নির্দেশ আদেশ মানুষের মানবেন। কঠোরভাবে শাসন করলে। এটি কি রাজনীতি বা রাজনৈতিক কর্মসূচি। এটি সমগ্র বিশ্বের মানবজাতির জীবন মৃত্যুর আক্রান্তের বাচা মরার কঠিন সমস্যা। এখানে মিষ্টি মিষ্টি কথা কিসের। একটি দলের প্রধান কে সম্মান দিয়ে নিরাপদে বাসায়। এতবড় মনুষ্যত্বের জন্যে অভিনন্দন নাই জাতীয় পয‍্যাযে সহযোগিতা কোথায়?????। এটি বাস্তবতা। আগাম ১০দিন মহাবিপদ তারপর ১০দিন আপদ তারপত ১০দিন শান্তি এই সবের যুক্তিগ্রাহ্য তথ্য উপাপ্ত কারো কাছে নাই। বাস্তবতা উপর বাংলাদেশ কে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। শৃংখলার জন্যেই শাসন আর শাসন বিকল্প নেই। ইতিমধ্যে দেশের মানুষ বাচানোর দায়িত্বে যারা তারা আক্রান্ত হচ্ছেন এই সংকট ময় সময়ে ঈদের খুশির কথা মাথায় আনাও অন‍্যায়। বাংলাদেশের অর্থনীতিগুলোর পরিচালনায় দায়িত্ব এক পাশে রাখেন সুষ্ঠুভাবে পরিচালনা করুন। মানুষের জীবনের নিরাপত্তা চিন্তা করুন গঠন মুলক চিন্তা দিয়ে। বাংলাদেশে এই মুহূর্তে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই এক কাতারে। পকৃতির অদৃশ্য আক্রমণ বিশ্ব সভ‍্যতা লন্ড বন্ড পরাশক্তি সুপার পাওয়ার অহংকার লাশের নগরীতে পরিনত হয়েছে। আমাদের জন্যে কি আছে জানিনা। মহান আল্লাহ্ মহাকৌশলী এই মুহুর্তে সরকার আল্লাহর ঘরের দরজা খুলে দিয়েছে আমাদের সবার উচিত আল্লাহর দরবারে রমজানের মাগফেরাত দিনে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ এই দেশের মানুষ কে আপনি হেফাজত করুন। আমাদের তাওবা কবুল ক্ষমা করুন। আমিন।
    Total Reply(0) Reply
  • Babul ৭ মে, ২০২০, ১০:৫৩ এএম says : 1
    সবাই সাবধান হই....
    Total Reply(0) Reply
  • Masudur Rahman ৭ মে, ২০২০, ২:৩৯ পিএম says : 0
    Govt.should think and rethink of opening the shopping malls and markets. It's high time we maintained anti-Corona activities and social distancing. Otherwise, we have to undoubtedly suffer in the long run.
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ তাছনূর হোসেন ৭ মে, ২০২০, ৩:৪৭ পিএম says : 0
    এদেশের কিছু স্বার্থন্বেষী মহল যেমন গার্মেন্টস মালিকরা গার্মেন্টস খুলে দেওয়ার জন্য এদেশের কোটি কোটি মানুষকে বেকায়দায় ফেলেছেপাশাপাশি দোকান মালিকরা দোকান খুলে দেওয়ার জন্য পিএমকে চাপ দিচ্ছে এদের মানসিকতা আমরা আর কত অক্লান্ত পরিশ্রম করে যাবো
    Total Reply(0) Reply
  • Aminur rahman ৭ মে, ২০২০, ৪:৩৩ পিএম says : 0
    চাচা আপন প্রাণ বাঁচা ।এখন যার যার দায়িত্ব তার তার ।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ গুলজার হোসেন ৯ মে, ২০২০, ৮:৪৩ এএম says : 0
    আল্লাহ্ ই জানে কি হবে কিন্তু সাবধান থাকা ভালো।কিন্তু আমরা বেশি বুজক্ষর তো তাই মোরিও বেশি। ......... ইনশাআল্লাহ, ভয়ের কিছু নেই, আল্লাহ্ ভরসা।প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন লগডাউন দেন সবার জীবন রক্ষা করুন।
    Total Reply(1) Reply
    • jack ali ১২ মে, ২০২০, ১:০৩ পিএম says : 0
      Prime Minister is living like a Queen in a Fort, She is thinking corona virus will not be to Attack her as such she don´t care about us, whether we die or infected by corona virus.
  • jack ali ৯ মে, ২০২০, ১২:২৯ পিএম says : 0
    O´ Allah rescue us from this government and install a muslim government who will rule our country by the Law of Allah so that we will be living in our beloved country in peace and also we would have to share our wealth equally among us.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ