Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ঘরে ঘরে অনিশ্চয়তা

মধ্যপ্রাচ্যে সঙ্কট

শফিউল আলম | প্রকাশের সময় : ৭ মে, ২০২০, ১২:০২ এএম

করোনাকারণে সউদী আরবসহ মধ্যপ্রাচ্যে কর্মী সঙ্কট তৈরি হয়েছে। সেই সাথে দেশের একক বৃহৎ মধ্যপ্রাচ্য প্রবাসী অধ্যুষিত চট্টগ্রাম অঞ্চলে ঘরে ঘরে বিরাজ করছে অভাব-অনটন আর অনিশ্চয়তা। করোনা পরিস্থিতিতে সউদী আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তেলের দরপতনসহ নানা কারণে অর্থনৈতিক মন্দা প্রকট হচ্ছে। মন্দার ধকলে পড়ে চট্টগ্রামের লাখো প্রবাসী কর্মী আয়-রোজগারহারা হয়ে পড়ার শঙ্কা ও ঝুঁকিতে আছেন।
ইতোমধ্যে চট্টগ্রাম অঞ্চলের প্রবাসী যোদ্ধাদের রেমিট্যান্স আয়ে ভাটার টান ধরেছে। রোজায় এবং ঈদের আগেভাগে প্রবাসীদের প্রেরিত শত শত কোটি টাকা বাণিজ্যিক ব্যাংকগুলোতে লেনদেন হয় প্রতিবছর। এবার তা ১৫ শতাংশেরও নিচে। এ নিয়ে হতাশা ব্যক্ত করেন বাণিজ্যিক ব্যাংকের কয়েকজন ম্যানেজার।
মহানগরীর বন্দর, পতেঙ্গা, বাকলিয়া, চান্দগাঁও, পাঁচলাইশ, ডবলমুরিং, বায়েজিদ, আগ্রাবাদ এবং জেলার রাউজান, ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়া, পটিয়া, স›দ্বীপ, মীরসরাই, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ সর্বাধিক মধ্যপ্রাচ্য অধ্যুষিত এলাকা। জানা গেছে, এবার মাহে রমজানে প্রবাসী পরিবারগুলোকে গ্রাস করেছে আর্থিক সঙ্কট। রেমিটেন্স পাঠাতে পারেননি অনেকেই।
ঘরে ঘরে আনন্দের বদলে দুশ্চিন্তা ভর করেছে। ভবিষ্যৎ কীভাবে কাটবে? ঈদুল ফিতরেও সঙ্কটের জের চলবে। অথচ চট্টগ্রামের বিশেষত মধ্যপ্রাচ্য বিপুল সংখ্যক প্রবাসী রোজায় ও ঈদের আগে নিজ নিজ এলাকায় গরিব-দুঃস্থদের জন্য দান-সদকা-সাহায্য হিসেবে পাঠিয়ে থাকেন বিপুল পরিমান বরাদ্দ।
অন্যদিকে করোনাকালে সউদী আরবসহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা আগে দেশে এসেছেন তারাও আটকে গেছেন। অনেকেই চাকরি হারানো ঝুঁকিতে পড়ে গেছেন। কেননা তারা যেতে পারেননি বিমান চলাচল বন্ধ হওয়ার কারণে। তারা বিভিন্ন দেশে কাজকর্ম, ব্যবসা ও আয়-রোজগার হারানোর উপক্রম। অনেকেরই ওয়ার্ক পারমিট ও ভিাসার মেয়াদ পার হয়ে গেছে।
এ অবস্থায় সউদীসহ মধ্যপ্রাচ্যে মন্দার কবলে কর্মহীন হয়ে পড়া কিংবা ঝুঁকিতে থাকা লাখো কর্মী, আবার অন্যদিকে স্বদেশে এসে আটকে পড়া প্রবাসীরা ভবিষ্যতে চাকরি ফিরে পাওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা-বন্দরের সংসদ সদস্য সাবেক চিটাগাং চেম্বার সভাপতি এম এ লতিফ ইনকিলাবকে জানান, এলাকায় অনেক প্রবাসী মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মরত। করোনাকারণে তাদের অনেকেই কাজ হারানোর সম্মুখীন। আবার যারা দেশে এসেছেন তাদেরও অনেকে কর্মস্থলে কবে কিভাবে যাবেন বা আদৌ কাজ ফিরে পাবেন কিনা তা অনিশ্চিত হয়ে পড়ছে। সবমিলে তৈরি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে প্রবাসী-যোদ্ধা কর্মীদের নিয়ে জটিল এক সঙ্কট।



 

Show all comments
  • আল্লাহর বান্দা ৭ মে, ২০২০, ১:১৪ এএম says : 0
    ঠিক বলেছেন আমি ও চট্রগ্রামের প্রবাসী সন্তান, আমরা প্রবাসীরা আছি সংকটে
    Total Reply(0) Reply
  • Shei Cheleta Sohav ৭ মে, ২০২০, ১:১৫ এএম says : 0
    ভাই অনেক কষ্টে আছি, আমি দেশে যেতে চাই,,,ঠিক মতন খেতে পাই না,,গত দুইমাস আগে সৌদিআরব আসলাম।দালাল ইকামা করবে বলে পাসপুট নিয়ে পালিয়ে যাই,,,এখন কি করবো বুজতেছি না
    Total Reply(0) Reply
  • Badal Chowdhury আল্লাহ হেফাজত করুন আমিন ৭ মে, ২০২০, ১:১৫ এএম says : 0
    ওআল্লাহ হেফাজত করুন আমিন
    Total Reply(0) Reply
  • Shamim Rahman ৭ মে, ২০২০, ১:১৫ এএম says : 0
    Singapore,Canada hoi geche to somossa kothay Ora ekhon Singapore canadar moto Bangladesh namok raste Kaz korbe,,
    Total Reply(0) Reply
  • Loving Bird ৭ মে, ২০২০, ১:১৬ এএম says : 0
    Allah tomi rohom koro shobai kay
    Total Reply(0) Reply
  • Mohammad Ismail ৭ মে, ২০২০, ১:১৬ এএম says : 0
    কোন সমস্যা নাই, বাংলাদেশে চাকরির কোন অভাব নাই, এ দেশে চাকরি এখন রাস্তাঘাটে পাওয়া যায়, দেশ দ্যুত গতিতে আগাইছে না, সবাই তাড়াতাড়ি চলে আসেন।
    Total Reply(0) Reply
  • Gias Uddin Gias ৭ মে, ২০২০, ১:১৭ এএম says : 0
    দূতাবাসের কোনও খবর নেই, হাজার হাজার প্রবাসীবাংলাদেশিরা খুব মানবেতর জীবনযাপন করছে
    Total Reply(0) Reply
  • Rohul Amin ৭ মে, ২০২০, ১:১৭ এএম says : 0
    কেন বিদেশে যাবেন? বাংলাদেশ এখন সিংগাপুর থেকেও উননত ।সিংগাপুরের লোকেরা বাংলাদেশ এ চাকরির জন্য আসতে লাইন দিছে ,শুধু বিমান বনদ থাকায় আসতে পারতেছে না।
    Total Reply(0) Reply
  • Rohul Amin ৭ মে, ২০২০, ১:১৭ এএম says : 0
    কেন বিদেশে যাবেন? বাংলাদেশ এখন সিংগাপুর থেকেও উননত ।সিংগাপুরের লোকেরা বাংলাদেশ এ চাকরির জন্য আসতে লাইন দিছে ,শুধু বিমান বনদ থাকায় আসতে পারতেছে না।
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ৮ মে, ২০২০, ২:৫১ এএম says : 0
    পকৃতির প্রতিশোধের বিরুদ্ধে কারো হাত নেই। প্রতি শতাব্দী জুড়ে পৃথিবীতে এই রকমের ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে কেন????। পৃথিবীর মানুষ গুলো ভাইরাসের আক্রমণের আগে কি অহংকারী শক্তিশালী ভয়ংকর ছিল আমেরিকা সহ পরাশক্তি দেশগুলো। আমরা মুসলমানরা ঐ ইহুদী কৃষ্টান বিধর্মীদের চরিত্র ফ‍্যাশন আদশ‍্য নিয়েই উন্নতি অগ্রগতির বিজ্ঞান ও প্রযুক্তির চিন্তা চেতনায় এত বেশী মনোযোগী ছিলাম নিজ ধর্মকর্ম ভুলে যেতে বসেছি। হঠাৎ করোনা ভাইরাসের আগমন চীনের মানচিত্রে থাইল্যান্ড হয়ে ইউরোপ আমেরিকায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। জ্ঞানে বিজ্ঞানে ভরপুর বিজ্ঞানীরা সারাবিশ্বের দেশে দেশে ভাইরাসের গ্রতি প্রক‍ৃতি চরিত্র পরিবর্তনের কারণে বুঝতে পারছেনা। কবে নাগাদ মানুষ বাচানোর টিকা আবিস্কার হবে????। এই পরিস্থিতির জন্যেই সরকারের বিরুদ্ধে নানাভাবে কথা বলা সরকার কে দায়ী করা ইত্যাদি ইত্যাদি কৌশল করছে এক শ্রেণির মানুষ আর সরকার ইতিহাসের বৃহত্তর প্রনোদনা কোটি মানুষের খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছেন। কিছু অনিয়মের মাধ্যমে। সরকার প্রবাসীর কল‍্যানে যারা বেট টেক্স দিয়ে ব‍্যবসা করছে এদের জন্যে গুরুত্বপূর্ণ প্রনোদনার কি কি পরিকল্পনা নিয়েছে রাষ্ট্র কে অবশ্যই জানাতে হবে। এই করোনা যুদ্ধে সামাজিক ব‍্যবসায়ীক রাষ্ট্রে রাষ্ট্রে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাবে বিরতিহীন ভাবে। চট্টগ্রামের ঘরে ঘরে অনিশ্চিয়তা শিরোনাম পুরাপুরি সত্যি নই। পকৃতির কারণে বিশ্বের কোটি কোটি মানুষের অনিশ্চয়তা মাঝে বাংলাদেশ মানুষ ও বিরাট ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। ভাগ‍্য তকদির রিজিক অর্থ সম্পদ সব মহান আল্লাহ্ রাব্বুল ইজ্জত কতৃক নিদ্ধারীত মানুষ দুনিয়াতে অর্থ সম্পদ মোহে পৃথিবীতে স্থায়ী আচরণ করছে। ইসলাম মুসলমানদের জীবন এই রকম হওয়া উচিৎ নয়। ঈমানদার মুসলমান সম্পদের পূজারী হতে পারে না। আসুন এই মহামারী থেকে শিক্ষা গ্রহন করি আল্লাহ্ কতৃক বন্টন কৃত রিজিকের উপর ধৈর্য্য ধারণকারী হিসাবে নিজকে প্রতিষ্ঠা করি। আল্লাহ্ জ্বীন ইনসান সৃষ্টি করেছেন আল্লাহর গোলামী করার জন্যেই পৃথিবীর সব চায়তে দুখী কষ্টের মানুষ গুলো মধ্যে আমি গুনাহগার একজন।।আমার ঈমান ভরসা মহান আল্লাহর উপর। আল্লাহ্ এই মহাবিপদ হতে আমাদের রক্ষা করবেন। ইনশাআল্লাহ। যিনি আল্লাহ্ উপর ভরসা করেন তার জন্যে আল্লাহ্ যতেষ্ট। পৃথিবীর শেষ প্রান্তে প্রীয় নবী (সাঃ) অনুসৃত সুন্নত নামাজ প্রতিষ্টর মাধ্যমে জীবন চলার পথে আখেরাতের সম্পদ খুজতে হয় বিপদে বিপদের সময়ে। আল্লাহ্ আমাদের সকল ধৈর্য্য ধারণকারী হিসাবে একজন মুসাফিরের মত চলার তৌফিক দিন। আমিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ