Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরো ৫ জনের মৃত্যু

করোনা উপসর্গ কোয়ারেন্টিনে ৪১ হাজার ১৯৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২০, ১২:০২ এএম

জ্বর, শ্বাসকষ্ট, সর্দি-কাশিতে আক্রান্ত হয়েছে সারা দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গতকাল দেশের সর্বশেষ জেলা রাঙ্গামাটিতে ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৮৪ জনকে। ছাড় পেয়েছেন ৮৪ জন। এখন পর্যন্ত মোট আইসোলেশনে রাখা রোগীর সংখ্যা এক হাজার ৭৯৪ জন। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে ৩ হাজার ৮৮৯ জনকে। এখন পর্যন্ত ২ লাখ ১ হাজার ৭০০ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ৩ হাজার ৮৭২ জন, বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৪১ হাজার ১৯৩ জন। 

বরিশাল : দক্ষিণাঞ্চলের ৬ জেলায় আরো ৫ জন কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত রোগীর মধ্যে বরিশালে ২জন এবং পটুয়াখালী, ভোলা ও পিরোজপুরে ১জন করে। তবে গত ২৪ ঘণ্টায় পিরোজপুরের দুজন রোগী সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩ জন। এ পর্যন্ত দক্ষিণাঞ্চলের হাসপাতালসমুহের আইসোলেশনে মোট ভর্তিকৃত ২৫৫ জনের মধ্যে ২৫১জনই সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন।
রাঙ্গামাটি : শেষ পর্যন্ত দেশের সর্বশেষ জেলা রাঙ্গামাটিতে ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। গতকাল বুধবার সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, আক্রান্তের মধ্যে ৯ মাসের শিশু একজন, ১৯ বছরের যুবক, ৩৮ বছরের নারী ও ৫০ বছর বয়সী পুরুষ। রংপুর : রংপুরে গত ২৪ ঘণ্টায় পুলিশ সুপার (এসপি), ইন্টার্ন চিকিৎসক ও নার্সসহ নতুন করে আরো ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (৬ মে) বিকালে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিক্যাল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী চৌধুরী লাইজু।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৫০ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এসময়ের মধ্যে জেলায় কোনো মৃত্যুর সংবাদ নেই। গতকাল সকাল ৮ টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করো প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম।
মৌলভীবাজার : মৌলভীবাজার জেলায় নতুন করে ৩ চিকিৎসক ২ নার্সসহ ৮ স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩৪ জন।
নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে একদিনে ডাক্তার, স্বাস্থ্যকর্মীসহ আরো ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে এই উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ এ।
নীলফামারী : নীলফামারীতে দুই ব্যাংক কর্মকর্তা ও এক শিশুসহ ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৩২ জন করোনা রোগীর শনাক্ত হলো।
টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট নিয়ে তিনি মারা যান। রাতেই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে করোনার উপসর্গ নিয়ে আবু তালেব নামে ২বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার লালপুর লামা বায়েক এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে। গতকাল ভোর রাতে ঢাকার একটি শিশু হাসপাতালে জ¦র ও শ্বাস কষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগের এক স্টাফের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৩ জন করোনা আক্রান্ত হয়েছে।
হাজীগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের হাজীগঞ্জে একদিনেই করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে মারা গেছেন। গতকাল সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক লিপি আক্তার ও সাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
লালপুর (নাটোর) : নাটোরের লালপুরে নতুন ১৪জনসহ মোট ১২৯জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়ায় গত মঙ্গলবার রাতে এক করোনা রোগী সনাক্তের খবর পাওয়া গেছে। এ নিয়ে লোহাগাডায় এ পর্যন্ত তিনজনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেল।
মেহেরপুর : মেহেরপুর জেনারেল হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স কামরুনাহার করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মেহেরপুরে জেলায় মোট পাঁচজন করোনা শনাক্ত হল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ